রাশিয়ার সঙ্গে লেনদেনের অভিযোগে ভারতের দুই কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ওই অর্থ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
খবরে জানানো হয়, মূলত রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত হীরা কোম্পানি আলরোসার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগেই ভারতের ওই দুই কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আটকে দেয় ওয়াশিংটন। এ বছরের শুরুর দিকেই এই অর্থ জব্দ করার নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের ‘অফিস অব ফরেন এসেটস কন্ট্রোল’ বা ওএফএসি।
গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ভারতীয় কোনো কোম্পানির বিরুদ্ধে এ সংক্রান্ত কোনো ব্যবস্থা গ্রহণের এটাই প্রথম ঘটনা। জানা গেছে, ওই ভারতীয় কোম্পানিগুলোর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইউনিটগুলো অমসৃণ হীরা কেনার জন্য অর্থ স্থানান্তর করার চেষ্টা করছিল। ঠিক সে সময়ই যুক্তরাষ্ট্র সেই অর্থ জব্দ করে।
ভারতের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন অর্থ বিভাগ এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এম.কে
৩১ আগস্ট ২০২৩