5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ভারতে দেশ সবার আগে উত্তেজনাঃ শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

ভারত–বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের আবাসন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় হোটেল মালিকরা। এই নিষেধাজ্ঞার আওতায় চিকিৎসা ভিসাধারীরাও পড়ছেন। বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকে ঘিরে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও জনরোষের পর শিলিগুড়ির ব্যবসায়ীরা নীতিতে কড়াকড়ি আনেন।

 

প্রথমদিকে ‘মানবিক কারণে’ কেবল চিকিৎসা ও ছাত্র ভিসাধারীদের জন্য সীমিত ছাড় রাখা হলেও বর্তমান পরিস্থিতিতে সেই ব্যতিক্রমও বাতিল করা হয়েছে। হোটেল মালিকদের বক্তব্য, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিবেচনাই এই সিদ্ধান্তের মূল কারণ।

লাইভমিন্টকে দেওয়া বক্তব্যে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উজ্জ্বল ঘোষ বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেখানকার কিছু নেতার শিলিগুড়ি করিডর ও উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানাতেই এই অবস্থান। তিনি জানান, এখন থেকে চিকিৎসা ভিসাধারীরাও হোটেলে থাকতে পারবেন না—দেশের স্বার্থকে সবার আগে রাখা হচ্ছে।

শিলিগুড়ির জাংশন এলাকার একটি হোটেলে ‘বয়কট বাংলাদেশ’ লেখা পোস্টার টাঙানো হয়েছে। ওই হোটেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, তারা আর কোনো বাংলাদেশি অতিথিকে গ্রহণ করবে না। একই মনোভাব পরিবহন খাতেও দেখা যাচ্ছে; কিছু পরিবহন অপারেটর তাদের গাড়িতে অনুরূপ স্টিকার লাগিয়ে বাংলাদেশি নাগরিকদের সেবা বন্ধ করেছে।

এক হোটেল ম্যানেজার দিলীপ মল্লিক বলেন, বাংলাদেশিরা ভারতে নানা সুবিধা পেলেও বাংলাদেশে বাঙালি ও হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। তার মতে, এসব ঘটনা গ্রহণযোগ্য নয়, তাই বাংলাদেশি পর্যটকদের আবাসন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশ আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছে। ব্যবসায়ী সুজন দাস বলেন, ভারত–বাংলাদেশের মধ্যে সব আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ করা উচিত। তার দাবি, পরিবহন, হোটেল, পণ্য বিক্রি এমনকি চিকিৎসা সুবিধাও বাংলাদেশি নাগরিকদের দেওয়া বন্ধ করতে হবে—সম্পূর্ণ বয়কটই একমাত্র সমাধান।

এই পরিস্থিতির পেছনে বাংলাদেশে হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাস নিহত হওয়ার ঘটনাকে ঘিরে ভারতের বিভিন্ন স্থানে হওয়া প্রতিবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঘটনার পর স্থানীয় স্তরে আরও কড়া প্রতিক্রিয়া জানানোর দাবি জোরালো হয়েছে।

এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ নয়াদিল্লি ও আগরতলায় কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দাসের বিরুদ্ধে কোনো ধর্মনিন্দার প্রমাণ পাওয়া যায়নি এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্রঃ বিজনেস টু’ডে ইন্ডিয়া

এম.কে

আরো পড়ুন

বালু দিয়ে ঢেকে রাজধানীর ডেমরায় আনা হয়েছে ভোলাগঞ্জের ‘লুট করা সাদাপাথর’

অবশেষে মায়ের কাছে ফিরছেন তারেক রহমান

গোপনে পুরো পরিবারের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা