ভারতের কেরালার পালাক্কাদ জেলায় ‘বাংলাদেশি নাগরিক সন্দেহে’ এক দলিত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় নিহত ব্যক্তি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে আসেন এবং একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন।
নিহতের স্বজনদের দাবি, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর এবং ‘বাংলাদেশি নাগরিক’ সন্দেহে ভুলভাবে শনাক্ত করা হয়। এরপর একদল লোক তাকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।
নিহতের আত্মীয় কিশান বাঘেল টাইমস অব ইন্ডিয়াকে জানান, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধেই রামনারায়ণ কাজের জন্য কেরালায় গিয়েছিলেন। তিনি বলেন, “রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ললিতা এবং আট ও নয় বছর বয়সী দুই ছেলে রয়েছে।”
এ ঘটনার পর পালাক্কাদ এলাকায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
এম.কে

