12.7 C
London
August 6, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ভারতের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ

নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারত’-এর মানচিত্র স্থাপন করেছে ভারত। মানচিত্রটিতে বাংলাদেশসহ আরও কয়েকটি প্রতিবেশী দেশকে ‘অখণ্ড ভারত’-এর অংশ হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানার জন্য নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে, এটি অশোকা সাম্রাজ্যের মানচিত্র, এটি খ্রিষ্টের জন্মের ৩০০ বছর আগের। সেই সময়ের যে অঞ্চলটি ছিল, তার একটি মানচিত্র এবং এটি একটি ম্যুরাল। এরপরেও ব্যাখ্যার জন্য আমরা দিল্লির মিশনকে বলেছি— ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে, তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা কী তা জানার প্রয়োজন ।’

 

 

এম.কে
০৫ জুন ২০২৩

আরো পড়ুন

মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি

আন্দোলনে আহতদের চিকিৎসার্থে কনসার্টের উদ্যোগ

এবার সেভেন সিস্টার নিয়ে ভারতকে সতর্ক করলো ব্রিটিশ সংস্থা