17.4 C
London
May 14, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি, দু’জন আইসিইউতে

ভারতের পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। বাবাসাহেব আম্বেদকরকে অবমাননা করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে এমন ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্টের মকর দরজায় এ ঘটনায় আহত দুই বিজেপি এমপিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ক্ষমতাসীন বিজেপির এমপি প্রতাপ ষড়ঙ্গী অভিযোগ করেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে তাকে ধাক্কা মারেন এবং সংসদে ঢুকতে বাঁধা দেন। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ষড়ঙ্গী এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে মারাত্মকভাবে জখম করেছেন রাহুল।

তবে রাহুল গান্ধী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি যখন সংসদের ভেতরে ঢুকতে যাচ্ছিলাম, তখন কিছু বিজেপি সাংসদ আমাকে ঢুকতে বাঁধা দেন। তারা আমাকে ধাক্কা দিতে থাকেন।

তিনি বলেন, আমার সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকেও ঢুকতে বাঁধা দেওয়া হয়। এর ফলে ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি তৈরি হয়।

মল্লিকার্জুন খাড়গে জানান, বিজেপির এমপিরা তাকে ধাক্কা দিয়েছেন। এতে তিনি মাটিতে পড়ে যান।

তিনি বলেন, আমরা ধাক্কাধাক্কিতে প্রভাবিত হই না। আমাদের ভেতরে (সংসদে) ঢোকার অধিকার আছে। বিজেপি সাংসদরা আমাদের ঢুকতে বাঁধা দেওয়ার চেষ্টা করছিলেন।

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা জানিয়েছেন, দুই নেতা মাথায় আঘাত পেয়েছেন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। পরীক্ষা করা হবে। উপসর্গভিত্তিক চিকিৎসা শুরু হয়েছে।

তিনি বলেন, সাংসদ মুকেশ রাজপুত অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই মুহুর্তে তিনি সচেতন, তবে তিনি উদ্বিগ্ন। তার রক্তচাপ বেড়ে গিয়েছিল।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
২০ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ইংল্যান্ডে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ শরনার্থী আবেদন, পঞ্চমে বাংলাদেশি

জার্মানিতে ওলাফ শলৎস সরকারের পতন

নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরো কঠিন করল অস্ট্রেলিয়া