TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমলো

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার কমে ৬৪৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ১৩ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার কমে ৬৫২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে ছিল।

বিশ্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। অর্থাৎ চীন, জাপান ও সুইজারল্যান্ডের পরেই ভারতের অবস্থান।

অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসম্বের) রেকর্ড পতনের মধ্য দিয়ে রুপির লেনদেন শেষ হয়।

ওই দিন ভারতীয় মুদ্রাটির মূল্য ৮৪ থেকে ৮৫ রুপিতে নামতে সময় লেগেছে দুই মাসের বেশি। অন্যদিকে ৮৩ থেকে ৮৪ রুপিতে নামতে লাগে ১৪ মাস।

ভারতীয় মুদ্রাটির মূল্য ৮৪ থেকে ৮৫ রুপিতে নামতে সময় লেগেছে দুই মাসের বেশি। অন্যদিকে ৮৩ থেকে ৮৪ রুপিতে নামতে লাগে ১৪ মাস।

তাছাড়া ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

সূত্রঃ দ্য ইকোনমিক টাইমস

এম.কে
২৮ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

‘ইউনাইট দ্য কিংডম’ সমাবেশে ফিলিস্তিনি পতাকার অবমাননাঃ ক্ষুব্ধ সাধারণ মানুষ

বাসস্থান সমস্যায় জর্জরিত কানাডার অভিবাসীরা

পুতিনের পতন হবে এবং আমি ফিরে আসবঃ ইউলিয়া নাভালনায়া