21.4 C
London
July 16, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ভারতের সুর নরম, ঢাকাকে নিয়ে চাপে দিল্লি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত এমন ইঙ্গিত দিয়েছে ভারতের একাধিক সরকারি সূত্র। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও দিল্লি চায় সম্পর্ক স্থিতিশীল থাকুক।

টাইমস অব ইন্ডিয়া-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মনে করছে বাংলাদেশের সাম্প্রতিক কিছু বাণিজ্যিক পদক্ষেপের বিপরীতে কোনো পাল্টা প্রতিক্রিয়া না দেখানোই কৌশলগতভাবে উত্তম।

ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে যার আওতায় নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য পরিবহন হতো। দিল্লি বলছে, এটি শুধু বিমানবন্দর ও স্থলবন্দরের চাপ কমাতেই করা হয়েছে। তবে বাংলাদেশের দৃষ্টিতে এটি একতরফা ও অবাঞ্ছিত পদক্ষেপ।

বাংলাদেশ স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করেছে যা ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপর সরাসরি প্রভাব ফেলবে। টাইমস অব ইন্ডিয়া জানায়, বাংলাদেশ মার্চেই তিনটি বন্দর বন্ধ ও আমদানিতে কড়াকড়ির সিদ্ধান্ত নেয় যদিও বাস্তবায়ন শুরু হয়েছে সম্প্রতি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে ৫০ হাজার টন চাল আমদানি করেছে, যা ভারত দেখে নিচ্ছে বাণিজ্য বৈচিত্র্যের কৌশল হিসেবে কিন্তু রাজনৈতিক বার্তাও বহন করে।

দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া না দেখালেও সম্পর্ক এখন স্পর্শকাতর। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংবেদনশীলতা, ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য ও সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো সব মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন টানাপোড়েন তৈরি করেছে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এম.কে
১৮ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ইসরায়েলকে ড. ইউনূসের ১ হাজার কোটি টাকা দেওয়ার দাবিটি ভুয়াঃ প্রেস উইং

গরু’র মাংস আমদানি হলে কেজি হবে ৩৫০ থেকে ৪০০ টাকা

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে যাওয়া বাতিল