16.4 C
London
May 4, 2024
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

ভালোবাসা দিবসের আগে যুগলদের কোভিড টেস্টের পরামর্শ দিলো থাইল্যান্ড

থাইল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ ভালোবাসা দিবসের আগে যুগলদের কোভিড পরীক্ষা করা, মাস্ক ব্যবহার এবং নিরাপদ শারীরিক সম্পর্ক চর্চার পরামর্শ দিয়েছে।

 

পরামর্শগুলো থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ থেকে এসেছে। তারা জানিয়েছে, রোম্যান্টিক সম্পর্কে থাকা যুগলদের ভালোবাসা দিবসের কোন পরিকল্পনা করার আগেই দ্রুত অ্যান্টিজেন কোভিড ১৯ পরীক্ষা করা উচিৎ।

 

’কোভিড ১৯ কোন যৌন সংক্রামিত রোগ নয়’ প্রজনন স্বাস্থ্য ব্যুরো ডিরেক্টর বুনিয়ারিত সুক্রাত শুক্রবার এএফপিকে বলেন, ‘তবে ঘনিষ্ঠ যোগাযোগে শ্বাস এবং লালা বিনিময়ের মাধ্যমে কোভিড ১৯ ছড়ানো সম্ভব।’

 

অন্যান্য পরামর্শের মধ্যে রয়েছে ‘কোভিড ১৯ ট্র্যাকিং অ্যাপ’ ব্যবহার করে তারা যে রেস্তোরাঁয় রিজার্ভেশন করেছে তা নিরাপদ কিনা, তা নিশ্চিত করা।

 

কর্তৃপক্ষ, যারা ভ্যালেন্টাইনস ডে-তে বাইরে যাচ্ছেন তাদের মাস্ক পরতে এবং বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের সংক্রমণের সম্ভাব্য বিস্তার কমাতে।

 

১৩ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

Hard to mortgage properties! 🏠

স্পেনের অর্থনীতিতে ধস, শংকায় ইউরোপের প্রবাসীরা

অনলাইন ডেস্ক

পূর্ব লন্ডনে আচমকা তাণ্ডব চালিয়ে গেল টর্নেডো

অনলাইন ডেস্ক