ফ্রান্সের এক দল জেলে উপকূলের কাছাকাছি একটি কন্টেইনার সমুদ্রে ভাসতে দেখতে পেয়ে উদ্ধার করেন। এক পর্যায়ে কন্টেইনারটি মেশিন দিয়ে কেটে দেখেন ভেতরে আইফোনে ভর্তি বাক্স।
জেলেরা কন্টেইনারের ভিতরে খুঁজে পান শত শত আইফোন। তারা ধারণা করেন, কোনো পণ্যবাহী জাহাজ থেকে কন্টেইনারটি সাগরে পড়ে গিয়েছিল।
স্যোশাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, জেলেরা রশি ব্যবহার করে জাহাজের দিকে কন্টেইনারটি টেনে আনছে। তাদের মধ্যে একজন কন্টেইনারের শিট ছিদ্র করে। ভেতরে বাক্সে ভরা যা খুলে দেখা যায় হাজার হাজার নতুন আইফোন। খোলার সময় কিছু আইফোন সমুদ্রের পানিতেও পড়ে গিয়েছিল।
তবে কন্টেইনারে জেলেরা আইফোন খুঁজে পেয়ে হতবাক এবং খুবই আনন্দিত হয়েছে বলে স্যোশাল মিডিয়ায় তাদের অভিব্যক্তি দেখে বোঝা যায়।
এম.কে
৩১ জানুয়ারি ২০২৪