16.1 C
London
September 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে শিবির প্যানেলের প্রার্থীঃ ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থীর

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মিনি পার্লামেন্ট খ্যাত এই নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একদিনব্যাপী ভোটগ্রহণ সম্পন্ন হয়, যেখানে ভোটার উপস্থিতি ছিল ৮০ শতাংশের বেশি।

ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৫ জন প্রার্থী, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬২ জন, এর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন—“পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

রাত পৌনে ২টার পর থেকে আলাদাভাবে পাঁচটি হলে ফল ঘোষণা শুরু হয়। শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হলের ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)।

ফলাফলে দেখা গেছে, এ পর্যন্ত ঘোষিত পাঁচ হলের মোট ভোটে সাদিক কায়েম পেয়েছেন ৭০৭৬ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ১৭৮৯ ভোট।

কার্জন হলের ফলাফলে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, আবিদুল ইসলাম ১৮১ এবং অন্য প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা ১৫৩, শামীম হোসেন ১৪১ ভোট পান। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন এগিয়ে আছেন ৫৮৯ ভোটে।

অমর একুশে হলে ভিপি পদে সাদিক কায়েম পান ৬৪৪ ভোট, আবিদুল ইসলাম ১৪১ এবং উমামা ফাতেমা ৯০ ভোট। শহীদুল্লাহ হলের ভোটারদের ভোটে সাদিক কায়েম ৯৬৬ ভোট পেয়ে এগিয়ে, আবিদুল ইসলাম পান ১৯৯ ভোট।

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম পান ১২৭০ ভোট, আবিদুল ইসলাম ৪২৩ ভোট এবং উমামা ফাতেমা ৫৪৭ ভোট। এদিকে জিএস পদে ফরহাদ হোসেনের প্রাপ্ত ভোট ৯৬৪, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেঘ মল্লার বসু পান ৫০৭ ভোট।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিক ফলাফল বলছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলামের ফলাফল প্রত্যাখ্যান ও কারচুপির অভিযোগ নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে ভারত

সিলেটের প্রবাসীদের নতুন ভোগান্তি বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি

অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে হামলা-ভাঙচুর-আগুন