7.1 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ভিসার মাধ্যমে ‘প্রত্যাশার চেয়ে বেশি দিন’ ভারতে থাকবেন শেখ হাসিনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রত্যাশার চেয়ে বেশি দিন’ ভারতে থাকবেন। তবে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী ক্যাটাগরিতে নয়। তাকে ভিসার মাধ্যমে থাকতে হবে।

শুক্রবার (৯ আগস্ট) ভারত সরকারের শীর্ষ সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজ-১৮।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলছে, কোনো দেশেই শেখ হাসিনার নিরাপদে চলে যাওয়া এখন কার্যকর হচ্ছে না। ভারতেও আশ্রয় বা শরণার্থী আইন নেই। আইনগত অবস্থান হচ্ছে, আমরা কাউকে শরণার্থী বা আশ্রয় মর্যাদায় রাখতে পারি না।

প্রতিবেদনে বলা হয়েছে, আশ্রয় ও শরণার্থী আইন বিশ্বব্যাপী সমস্যা তৈরি করছে। শরণার্থী ও আশ্রয়ের মর্যাদা দিলে তারা অধিকার দাবি করে এবং আদালতে যায়। এতে আরও সমস্যা তৈরি হয়।

নিউজ-১৮ এর প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, তবে, যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে, যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।

সূত্রঃ নিউজ-১৮

এম.কে
০৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

আমেরিকা পালিয়েছেন ৪০০ কোটির পিয়ন

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর অস্বীকার করল এনসিপি