12.6 C
London
October 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভিসা’র(CAS) কোটা শেষ হয়ে যাওয়ায় ইউসিএলে ভর্তি সংকট, বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে ভিসা বরাদ্দ সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে। বহু শিক্ষার্থী টার্ম শুরুর কয়েক দিন আগে জেনেছেন, তারা স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কনফার্মেশন অব অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ (CAS) পাবেন না। ফলে পড়াশোনা স্থগিত করা বা দেশ ছাড়ার ঝুঁকিতে পড়েছেন অনেকেই।

বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, শুধুমাত্র চীন থেকেই প্রায় ২০০ শিক্ষার্থী এ সমস্যার সম্মুখীন হয়েছেন। ইউসিএল প্রথমে ক্ষতিগ্রস্তদের জানায়, তাদের পড়াশোনা ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করতে হতে পারে। তবে বর্তমানে প্রতিষ্ঠানটি হোম অফিসের সঙ্গে অতিরিক্ত CAS বরাদ্দের জন্য আলোচনা করছে।

অনেক শিক্ষার্থী গার্ডিয়ানকে জানিয়েছেন, ইতোমধ্যে তারা লন্ডনে ভ্রমণ, আবাসন এবং আবেদন প্রক্রিয়ায় হাজার হাজার পাউন্ড খরচ করেছেন। একজন শিক্ষার্থী বলেন, “আমরা সব শর্ত পূরণ করেছি, সব নথি জমা দিয়েছি, সময়সীমা মান্য করেছি। এখন পড়াশোনা শুরুর বদলে ভুগতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার কারণে।”

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই লন্ডনে পৌঁছেছেন এবং ভিসা না থাকায় বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা বিকল্প হিসেবে দূরশিক্ষণ বা আগামী বছরে ভর্তি স্থগিতের প্রস্তাব দিচ্ছে। তবে এই সমাধান শিক্ষার্থীদের জন্য আর্থিক ও মানসিক চাপ কমাচ্ছে না।

ইউসিএল-এর এক মুখপাত্র বলেন, “আমরা প্রত্যাশার তুলনায় অনেক বেশি আবেদন ও ভর্তির অনুমোদন দিয়েছি। এর ফলে CAS বরাদ্দ সীমা ছাড়িয়ে গেছি। আমরা জরুরি ভিত্তিতে হোম অফিসের সঙ্গে অতিরিক্ত CAS নিয়ে কাজ করছি এবং শিক্ষার্থীদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

অন্যদিকে হোম অফিস বলেছে, ভিসা বরাদ্দ ব্যবস্থাপনার দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের এবং অতিরিক্ত বরাদ্দের আবেদন স্পনসরশিপ নির্দেশিকা অনুযায়ী মূল্যায়ন করা হয়।

বর্তমানে ইউসিএল-এর মোট ৫২,০০০ শিক্ষার্থীর অর্ধেকের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ১৪,০০০ শিক্ষার্থী মূল ভূখণ্ড চীন থেকে এসেছেন। ক্ষতিগ্রস্ত চীনা শিক্ষার্থীদের কেউ কেউ ইতোমধ্যেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়েছেন। লন্ডনে চীনা দূতাবাস এ বিষয়ে অবস্থান জানাবে বলে জানা গেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচা: বাড়ি কেনার খরচসমূহ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় জয়, কনজারভেটিরা ধরাশায়ী

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সমাবেশ