ফরিদপুরের নগরকান্দায় নাটকীয় এক ঘটনায় ভুয়া র্যাব পরিচয়দানকারী ডাকাত চক্রকে ধাওয়া করতে গিয়ে প্রকৃত র্যাবও জনতার হাতে মারধরের শিকার হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের জয় বাংলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হর্ন বাজাতে বাজাতে দ্রুতগতিতে ছুটছিল একটি মাইক্রোবাস। পেছনে আরেকটি মাইক্রোবাস ধাওয়া করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মহাসড়কে গাছ ফেলে প্রথম মাইক্রোবাসটি থামান তারা। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দেন, কিন্তু কারও গায়ে র্যাবের পোশাক না থাকায় স্থানীয়দের সন্দেহ বাড়ে। পালাতে চেষ্টা করলে জনতা তাদের ধরে পিটুনি দেয়।
এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দ্বিতীয় মাইক্রোবাসটি, যেখানে ছিলেন প্রকৃত র্যাব সদস্যরা। কয়েকজন সাদাপোশাকে থাকায় স্থানীয়রা তাদেরও ভুয়া মনে করে মারধর শুরু করেন। পরে পুলিশ ও র্যাবের অন্য সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
মারধরের শিকার ভুয়া র্যাব সদস্যরা হলো শরীয়তপুরের স্বপন খান (৪৫), চাঁদপুরের মিন্টু গাজী (৪৫), গাইবান্ধার সাইফুল ইসলাম (৩০), মাদারীপুরের জামিল (৩২) ও ফরিদপুরের দিদার (২৯)। র্যাব-১০ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা ডাকাতি মামলার আসামি।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানান, সদর দপ্তর থেকে একটি টিম ভুয়া র্যাব চক্রকে ধাওয়া করছিল। স্থানীয়রা ভুল বুঝে উভয় পক্ষের ওপর হামলা চালায়। মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, ‘জনগণ যখন ডাকাতদের মারছিল, আমরা তাদের বাঁচাতে গিয়ে নিজেরাও আক্রমণের শিকার হই। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।’
এম.কে
২৯ জুলাই ২০২৫