2.3 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতি ঠাণ্ডায় বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যু

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেডুসা দ্বীপে যাওয়ার পথে নৌকায় বাংলাদেশিসহ  অন্তত সাত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকায় থাকা অবস্থায় তারা হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান বলে জানা যায়।

 

রয়টার্সের খবর অনুসারে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিসিলির দক্ষিণাঞ্চলীয় উপকূল অ্যাগ্রিগেন্টোর প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাগ্গিও এমন খবর দিয়েছেন। এদিকে নিহত ৭ ব্যক্তিকে বাংলাদেশি বলে দাবি করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাদধ্যম।

 

খবরে বলা হয়, ল্যাপিডুজার নিকটবর্তী জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওয়নের উপকূল থেকে ১৮ মাইল দূরে একটি নৌকায় তাদের দেখতে পান উপকূলরক্ষীরা। পরে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। তখন সাত বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে।

 

এ ঘটনায় অবৈধ অভিবাসী ও মানুষহত্যায় সহযোগিতার অভিযোগের তদন্তে নেমেছেন লুইগি প্যাট্রোনাগ্গিওর কার্যালয়।

 

ল্যামপিডুজার মেয়র সালভাদর মার্টিওলো তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এতে বলা হয়, নৌযানটিতে ২৮০ জনের বেশি অভিবাসী ছিলেন। তাদের অধিকাংশই বাংলাদেশ ও মিসর থেকে যাওয়া।

 

হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ও আশ্রয়প্রার্থীর মূল গমনপথ এখন ইউরোপীয় দেশ ইতালি। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে অভিবাসীদের নৌকার সংখ্যাও বাড়ছে।

 

চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এক হাজার ৭৫১ অভিবাসনপ্রত্যাশী ইতালির বন্দরে অবতরণ করেছেন।

 

২৫ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

মাইনাস ২ ডিগ্রিতে যুক্তরাজ্য, কুয়াশা ও ‘পোলার ব্লাস্টের’ সম্ভাবনা

যুক্তরাজ্যের সুপারমার্কেট হতে ই-কোলাই ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব

ট্রাফিক আইনে ব্যাপক পরিবর্তন, চালকদের মাঝে ক্ষোভ

অনলাইন ডেস্ক