8.8 C
London
March 1, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভেস্তে গেল জেলেনস্কি-ট্র‍্যাম্প আলোচনা, কোন পথে ইউক্রেন

ইউক্রেন-আমেরিকার মধ্যে একটা চুক্তি সাক্ষর করার লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আমেরিকা পৌঁছেছিলেন। কিন্তু তাদের মধ্যে কোনো এক অজানা কারণে আলোচনা ভেস্তে যায়। হোয়াইট হাউসে উত্তেজনা চরমে পৌঁছায়, ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির জেলেনস্কির ওপর চিৎকার করেন, জেলেনিস্কির উপর  “তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার” অভিযোগ আনেন এবং “অকৃতজ্ঞ” বলে অভিহিত করেন।

ওভাল অফিসের ভেতরে এক চাঞ্চল্যকর বাকবিতণ্ডায়, দুই নেতা — এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে আলোচনা ভেঙে পড়ে, যা শেষ পর্যন্ত একটি তীব্র ত্রিমুখী তর্কে রূপ নেয়।

তারা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছিলেন, কিন্তু ত্রিমুখী তর্কের পর, সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং জেলেনস্কি হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান।

ট্রাম্প এবং ভ্যান্স জেলেনস্কিকে আমেরিকার সামরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা না দেখানোর জন্য আক্রমণ করেন এবং দাবি করেন ইউক্রেন যেন রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছে।

তীব্র বাকবিতণ্ডার সময়, তাদেরকে নিজেদের আসনের দিকে ঝুঁকে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে এবং রাগান্বিতভাবে হাত নেড়ে তর্ক করতে দেখা যায়।

ট্রাম্প কোনো ভাবেই নিজেকে সংযত করেননি, সরাসরি জেলেনস্কির দিকে তাকিয়ে বলেন: “তুমি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছো, লক্ষ লক্ষ মানুষ তোমাকে এটা করতে দেখছে। তুমি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছো!”

তিনি আরও বলেন: “তোমার জনগণ খুব সাহসী, কিন্তু তোমাকে হয় চুক্তি করতে হবে, নাহলে আমরা সরে যাবো। আর যদি আমরা সরে যাই, তাহলে তোমাদের নিজেদের লড়াই করতে হবে। মানুষ মরছে তোমাদের সৈন্য সংকট দেখা দিচ্ছে।

তোমার হাতে কোনো কার্ড নেই। একবার আমরা চুক্তি স্বাক্ষর করলে, তোমরা অনেক ভালো অবস্থানে থাকবে।

কিন্তু তুমি একটুও কৃতজ্ঞতা দেখাচ্ছ না, আর এটা মোটেও ভালো কিছু নয়। সত্যি বলতে, এটা মোটেও ভালো কিছু নয়।”

এই মুহূর্তটি ওয়াশিংটনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ ট্রাম্পের চরম হুঁশিয়ারি পুরো যুদ্ধ প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলে দিয়েছে।

জেলেনস্কির কাছ থেকে আশা করা হচ্ছিল তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবেন, যা ট্রাম্পের মতে আমেরিকার ভূমিকাকে শক্তিশালী করতে অত্যন্ত জরুরি।

প্রথমে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে করমর্দন করেছিলেন, কিন্তু ওভাল অফিসে আলোচনা শুরু হতেই সেই সৌজন্যতা উধাও হয়ে যায়, যখন জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আপস করার বিষয়ে আপত্তি জানান।

তর্কের পর, জেলেনস্কিকে হোয়াইট হাউস ছাড়তে দেখা যায়, আর ট্রাম্প একটি কড়া বিবৃতি দেন। ট্র‍্যাম্প বলেন, “সে ফিরে আসতে পারে যখন সে শান্তির জন্য প্রস্তুত হবে।

আমি নিশ্চিত হয়েছি প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত নন, আমাদের সম্পৃক্ত করে তিনি বড় সুবিধা নিচ্ছেন।”

এর কিছুক্ষণ পরেই, জেলেনস্কি এক্স-এ পোস্ট করেন: “ধন্যবাদ আমেরিকা, তোমাদের সমর্থনের জন্য ধন্যবাদ, এই সফরের জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমেরিকার জনগণকে।

ইউক্রেন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি চায়, এবং আমরা ঠিক সেজন্য কাজ করছি।”

এই সংঘর্ষ এমন এক সময় ঘটল, যখন মাত্র এক সপ্তাহ আগেই ট্রাম্প জেলেনস্কিকে “একজন স্বৈরশাসক” এবং “মাঝারি মানের সফল কৌতুক অভিনেতা” বলে কটাক্ষ করেছিলেন।

খনিজ সম্পদের চুক্তি বাতিল হয়ে যাওয়ায়, মার্কিন-ইউক্রেন সম্পর্ক এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইউক্রেনে এই ঘটনার প্রতিক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ে।

একটি ভাইরাল ছবিতে দেখা যায়, ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অকসানা মারকারোভা ওভাল অফিসে বসে মাথা নিচু করে চোখ ঢেকে রেখেছেন, যখন ট্রাম্প জেলেনস্কির ওপর চিৎকার করছিলেন।

ইউক্রেনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর মিকোলা বিয়েলেস্কোভ এই সংঘর্ষকে “মার্কিন-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে খারাপ মুহূর্ত” বলে অভিহিত করেছেন।

এদিকে, লন্ডনে রাশিয়ান দূতাবাস এই ঘটনায় খোলাখুলি উচ্ছ্বাস প্রকাশ করে, যেখানে ভ্লাদিমির পুতিনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়: “নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে প্রথম যোগাযোগ কিছু আশা জাগিয়েছে।”

সূত্রঃ দ্য সান

এম.কে
০১ মার্চ ২০২৫

আরো পড়ুন

ইংল্যান্ডে এশীয় পাঁচ বছর বয়সী শিশুরা গড়ের তুলনায় ৭০% বেশি দাঁতের ক্ষয় ঝুঁকিতে

যুক্তরাষ্ট্রে ইসলামের দ্রুত প্রসার, ২০৫০ সালের মধ্যে দ্বিগুণের বেশি হবে মুসলমানরা

ভারতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ধসে পড়েছেঃ মার্কিন প্রতিবেদন