TV3 BANGLA
বাংলাদেশ

মতলবে মহানবি (সা.)-কে কটূক্তির অভিযোগঃ প্রবাসীর বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক প্রবাসীর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পর উত্তেজিত জনতা ওই প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে।

মামলায় আসামি করা হয়েছে উপজেলার নাগদা এলাকার বেলজিয়ামপ্রবাসী মেহেদী হাসানকে। মামলার বাদী জামায়াতে ইসলামীর মতলব পৌর যুব বিভাগের সাধারণ সম্পাদক এ এম ইদ্রিস খান। তিনি জানান, সোমবার রাতে মেহেদী হাসান তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবিকে নিয়ে অবমাননাকর পোস্ট দেন।

এ ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজিত জনতা মেহেদী হাসানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ব্যাপক ভাঙচুর চালিয়ে সব আসবাবপত্র ও জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগে পুরো বাড়িটি পুড়ে যায়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ফৌজদারি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে। আসামিকে দেশে আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে।

সূত্রঃ ডি ডাব্লিউ

এম.কে
২১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবেঃ আলী রীয়াজ

শেষ ফ্লাইটে দায়িত্বের নজিরঃ প্লেন বাঁচাতে গিয়ে শহীদ হলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির

ইতালিতে জঙ্গি-ধর্ষণসহ নানা অভিযোগে বাংলাদেশিদের গ্রেফতার, ফেরত পাঠানো শুরু