15.5 C
London
May 25, 2025
TV3 BANGLA
Uncategorized

মনিপুর রাজ্য নিয়ে নতুন বিপাকে ভারত

ভারতের মণিপুরের রাজ্যের তিনটি জেলায় স্বায়ত্তশাসনের ঘোষণা দিয়েছেন আদিবাসী নেতারা। রাজ্যটির কুকি-জো সম্প্রদায়ের আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (আইটিএলএফ) এই ঘোষণা দেয়। তারা বলেন, তিনটি জেলা সম্প্রদায়ের সদস্যদের ‘স্বশাসনে থাকবে।’

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু’র প্রতিবেদনের বরাত দিয়ে খবর দ্য ওয়্যার জানায়, আইটিএলএফ’র সাধারণ সম্পাদক মুয়ান টম্বিং বলেছেন, টেংনুপাল, কাংপোকপি এবং চুরাচাঁদপুর জেলার কুকি-জো জনগণ স্ব-শাসনের আওতায় আসবে। এই সম্প্রদায়ের ‘মেইতি জাতি মণিপুর সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই।’

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের স্বীকৃতি দিল কি দিল না, তা আমরা পরোয়া করি না। পরিকল্পনাটি নিয়ে গত এক মাস ধরে আলোচনা হয়েছে।’

ভারতের কেন্দ্রীয় সরকারের ‘পক্ষপাতমূলক বিচার’ সংস্থাটিকে স্ব-শাসন ঘোষণা করতে বাধ্য করে বলেও উল্লেখ করেন মুয়ান টম্বিং। একদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদনে বলা হয়, এর আগে আইটিএলএফ ভারতের কেন্দ্রীয় সরকারকে একটি আল্টিমেটাম দিয়ে বলেছিল, দুই সপ্তাহের মধ্যে তাদের দাবিগুলো পূরণ করা না হলে তারা একটি স্ব-সরকার প্রতিষ্ঠা করবে।

উল্লেখ্য যে, মণিপুরে গত ৩ মে সহিংসতা শুরু হওয়ার পর থেকে জাতিগত বিভক্তি মারাত্মক আকার ধারণ করেছে। এতে নিহত হয়েছেন শত শত মানুষ এবং আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। এরপর থেকে কুকি-জো বিধায়ক এবং বিশিষ্ট নাগরিকরা তাদের জন্য একটি পৃথক অঞ্চলের জন্য মোদি সরকারের ওপর চাপ দিয়ে আসছিল।

সূত্রঃ দ্য হিন্দু

এম.কে
১৭ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

Spirit of Cricket with Ratan

বৈরুতে বিস্ফোরণ: নিহত বাংলাদেশি ৪, পরিচয় জানাল দূতাবাস

অনলাইন ডেস্ক

লন্ডন প্রবাসীরা কি জানেন নগরীটি কোন নদীর তীরে?