17.4 C
London
May 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

মসজিদের এসি বিস্ফোরণ, বার্ন ইউনিটে ৩৭, এক শিশুর মৃত্যু


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে আহত হয়েছেন অর্ধশতাধিকেরও বেশি। দগ্ধ ৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়। এই ৩৭ জনের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে মসজিদের কাছের বৈদ্যুতিক ট্রানসফর্মারে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে মসজিদের ভেতরে এসির বিস্ফোরণও ঘটে। মুহূর্তে মসজিদের ভেতরে আগুন ধরে যায়।

আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে মুসল্লিরা দগ্ধ হতে থাকেন। দগ্ধ হন মসজিদের ইমাম মালেক আনসারী (৬৫) ও মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫), ফটো সাংবাদিক নাদিম হোসেনসহ (৪২) ৩৭ জন। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে  তাদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করানো হয়। 

০৫ সেপ্টেম্বর ২০২০

আরো পড়ুন

র‍্যাব কর্মকর্তার নেতৃত্বে ৯৫ ভরি স্বর্ণ লুট

নিউজ ডেস্ক

পূর্ব লন্ডনে ২০ বছর বয়সী যুবককে ছুরিকাঘাতে হত্যা, দুজন গ্রেপ্তার

ব্রিটে‌নে বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ সাইবার সন্ত্রাসীর প্যারোল প্রত্যাখ্যান