15.3 C
London
September 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডিঃ দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মাননা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন রক্ষায় আত্মোৎসর্গকারী দুই শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, ২১ জুলাই মাইলস্টোনের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে আগুন ধরে যায়। শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মাহরীন ও মাসুকা গুরুতর দগ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সরকার নিহত ও আহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানানো হয়েছে।

এম.কে
২৪ জুলাই ২০২৫

আরো পড়ুন

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়