6.5 C
London
December 24, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মানবপাচারকারীদের সন্ত্রাসী হিসাবে বিবেচনা করবে যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেলে অনিয়মিত অভিবাসীদের নিয়ে আসা ছোটো নৌকা থামাতে মানবপাচারকারী চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করতে চায় যুক্তরাজ্য৷ মানবপাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থার তহবিল দ্বিগুণ করার ঘোষণাও দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার৷

স্কটল্যান্ডের গ্লাসগোতে সোমবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের এক সভায় যোগ দিয়ে বক্তব্য রাখবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ সেখানে তিনি এসব ঘোষণা দেবেন৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে ওই ভাষণের মূল বিষয়গুলো প্রকাশ করা হয়েছে৷

ইন্টারপোলের সভায় স্টারমার আরো বলবেন, অনিয়মিত অভিবাসনের পিছনে থাকা চক্রগুলো বিশ্ব নিরাপত্তার জন্য গুরুতর হুমকি৷

‘‘বিশ্বকে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আরো তৎপর হওয়ার’’ আহ্বান জানিয়ে স্টারমার বলবেন, ‘‘সন্ত্রাস দমনে আমরা আমাদের নিজেদের কৌশল গ্রহণ করেছি৷ আমরা জানি, এই কৌশলে সুফল মিলবে৷ চক্রগুলোকে ভেঙে দিতে আমরা এই কৌশল কাজে লাগাবো৷’’

আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে আরো সহযোগিতা বাড়ানোর আহ্বান জানাবেন স্টারমার৷ এই ইস্যুতে অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ক্ষমতা বাড়ানোর বিষয়েও কথা বলবেন তিনি৷

ইউকে বর্ডার সিকিউরিটি কমান্ডের দুই বছরের বাজেট সাত কোটি ৫০ লাখ পাউন্ড থেকে বাড়িয়ে ১৫ কোটি পাউন্ড করার পরিকল্পনা করেছেন স্টারমার৷ উচ্চপ্রযুক্তির নজরদারি সরঞ্জাম কেনা এবং একশজন বিশেষায়িত তদন্তকারী কর্মকর্তার জন্য ব্যয় করা করা হবে এই অর্থ৷

আগের রক্ষণশীল ব্রিটিশ সরকারগুলোর মতোই যুদ্ধ এবং দারিদ্র্য থেকে পালিয়ে ফ্রান্সের উপকূল হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা হাজারো অভিবাসীকে ঠেকাতে তৎপর স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার৷

চলতি বছর ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩০ হাজারেরও বেশি অভিবাসী৷ যুক্তরাজ্যের হোম অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩০ হাজার ৬৬১ জন অভিবাসী৷

বছর শেষ হতে এখনও দুই মাস বাকি৷ এর মধ্যেই, ফ্রান্সের উপকূল থেকে আসা অভিবাসীর সংখ্যা গত বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে৷

২০২৩ সালে দেশটিতে এসেছিলেন মোট ২৯ হাজার ৪৩৭ জন অভিবাসী৷ তবে চলতি বছরের এই সংখ্যা ২০২২ সালের মোট সংখ্যার তুলনায় বেশি হবে কি-না তা এখনও বলা যাচ্ছে না৷ সরকারের হিসাব অনুযায়ী, ওই বছর অর্থাৎ ২০২২ সালে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে মোট ৪৫ হাজার ৭৭৪ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিলেন৷

গত সেপ্টেম্বরে ইটালি সফরে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার৷ তখন দেশটির অতি ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি৷ ভূমধ্যসাগর পেরিয়ে ইটালির উপকূলে আসা অভিবাসীদের সংখ্যা কমাতে ইটালি সরকারের নেয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি৷

স্টারমার আরো বলবেন, ‘‘ইংলিশ চ্যানেলে নারী, শিশু, পুরুষের মৃত্যুর ঘটনায় চোখ বন্ধ করে রাখার কোনো সুযোগ নেই৷’’

বিরোধী কনজারভেটিভ পার্টি অবশ্য বলছে, ব্রিটেনে আসা অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনাটি বাতিল করা উচিত হয়নি৷ অভিবাসীদের হাজার হাজার মাইল দূরের এমন একটি দেশে পাঠাতে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিকল্পনাটির তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা ও আইনজীবীরা৷

স্টারমার পরিকল্পনাটিকে একটি ‘গিমিক’ বা ‘চটকদার’ বলে আখ্যায়িত করেছেন এবং জুলাইয়ে নির্বাচিত হওয়ার পরপরই রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করেন৷

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত বিশ্ব পুলিশ সংস্থার চার দিনের কংগ্রেসে ইন্টারপোলভুক্ত ১৯৬টি সদস্য রাষ্ট্রের ঊর্ধ্বতন পুলিশ ও সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন৷

সূত্রঃ এপি

এম.কে
০৭ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

জি-৭ সামিটে করোনার হানা, নিরাপত্তাকর্মী আক্রান্ত

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের আশ্রয়কেন্দ্রগুলোতে ‘কারাগারের মতো’ পরিস্থিতি

ভ্যাকসিন নেওয়া ব্যক্তির মাধ্যমেও করোনা ছড়াতে পারে: ব্রিটিশ চিকিৎসাবিদ