ইংলিশ চ্যানেলে অনিয়মিত অভিবাসীদের নিয়ে আসা ছোটো নৌকা থামাতে মানবপাচারকারী চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করতে চায় যুক্তরাজ্য৷ মানবপাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থার তহবিল দ্বিগুণ করার ঘোষণাও দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার৷
স্কটল্যান্ডের গ্লাসগোতে সোমবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের এক সভায় যোগ দিয়ে বক্তব্য রাখবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ সেখানে তিনি এসব ঘোষণা দেবেন৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে ওই ভাষণের মূল বিষয়গুলো প্রকাশ করা হয়েছে৷
ইন্টারপোলের সভায় স্টারমার আরো বলবেন, অনিয়মিত অভিবাসনের পিছনে থাকা চক্রগুলো বিশ্ব নিরাপত্তার জন্য গুরুতর হুমকি৷
‘‘বিশ্বকে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আরো তৎপর হওয়ার’’ আহ্বান জানিয়ে স্টারমার বলবেন, ‘‘সন্ত্রাস দমনে আমরা আমাদের নিজেদের কৌশল গ্রহণ করেছি৷ আমরা জানি, এই কৌশলে সুফল মিলবে৷ চক্রগুলোকে ভেঙে দিতে আমরা এই কৌশল কাজে লাগাবো৷’’
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে আরো সহযোগিতা বাড়ানোর আহ্বান জানাবেন স্টারমার৷ এই ইস্যুতে অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ক্ষমতা বাড়ানোর বিষয়েও কথা বলবেন তিনি৷
ইউকে বর্ডার সিকিউরিটি কমান্ডের দুই বছরের বাজেট সাত কোটি ৫০ লাখ পাউন্ড থেকে বাড়িয়ে ১৫ কোটি পাউন্ড করার পরিকল্পনা করেছেন স্টারমার৷ উচ্চপ্রযুক্তির নজরদারি সরঞ্জাম কেনা এবং একশজন বিশেষায়িত তদন্তকারী কর্মকর্তার জন্য ব্যয় করা করা হবে এই অর্থ৷
আগের রক্ষণশীল ব্রিটিশ সরকারগুলোর মতোই যুদ্ধ এবং দারিদ্র্য থেকে পালিয়ে ফ্রান্সের উপকূল হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা হাজারো অভিবাসীকে ঠেকাতে তৎপর স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার৷
চলতি বছর ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩০ হাজারেরও বেশি অভিবাসী৷ যুক্তরাজ্যের হোম অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩০ হাজার ৬৬১ জন অভিবাসী৷
বছর শেষ হতে এখনও দুই মাস বাকি৷ এর মধ্যেই, ফ্রান্সের উপকূল থেকে আসা অভিবাসীর সংখ্যা গত বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে৷
২০২৩ সালে দেশটিতে এসেছিলেন মোট ২৯ হাজার ৪৩৭ জন অভিবাসী৷ তবে চলতি বছরের এই সংখ্যা ২০২২ সালের মোট সংখ্যার তুলনায় বেশি হবে কি-না তা এখনও বলা যাচ্ছে না৷ সরকারের হিসাব অনুযায়ী, ওই বছর অর্থাৎ ২০২২ সালে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে মোট ৪৫ হাজার ৭৭৪ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিলেন৷
গত সেপ্টেম্বরে ইটালি সফরে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার৷ তখন দেশটির অতি ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি৷ ভূমধ্যসাগর পেরিয়ে ইটালির উপকূলে আসা অভিবাসীদের সংখ্যা কমাতে ইটালি সরকারের নেয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি৷
স্টারমার আরো বলবেন, ‘‘ইংলিশ চ্যানেলে নারী, শিশু, পুরুষের মৃত্যুর ঘটনায় চোখ বন্ধ করে রাখার কোনো সুযোগ নেই৷’’
বিরোধী কনজারভেটিভ পার্টি অবশ্য বলছে, ব্রিটেনে আসা অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনাটি বাতিল করা উচিত হয়নি৷ অভিবাসীদের হাজার হাজার মাইল দূরের এমন একটি দেশে পাঠাতে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিকল্পনাটির তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা ও আইনজীবীরা৷
স্টারমার পরিকল্পনাটিকে একটি ‘গিমিক’ বা ‘চটকদার’ বলে আখ্যায়িত করেছেন এবং জুলাইয়ে নির্বাচিত হওয়ার পরপরই রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করেন৷
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত বিশ্ব পুলিশ সংস্থার চার দিনের কংগ্রেসে ইন্টারপোলভুক্ত ১৯৬টি সদস্য রাষ্ট্রের ঊর্ধ্বতন পুলিশ ও সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন৷
সূত্রঃ এপি
এম.কে
০৭ নভেম্বর ২০২৪