TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মার্চ থেকে লন্ডনে গণপরিবহন ভাড়া ৫% বেশি

লন্ডনে গণপরিবহন ভাড়া মার্চের শুরু থেকে প্রায় ৫% বেড়ে যাচ্ছে। মূলত আন্ডারগ্রাউন্ড, বাস, ডিএলআর এবং ট্রামের যাত্রীদের পকেটে আঘাত হেনে টিএফএল তাদের মহামারির ক্ষতিপূরণের প্রচেষ্টা করছে।

 

লন্ডনের আন্ডারগ্রাউন্ড ভাড়া গড়ে ৪.৮% শতাংশ বৃদ্ধি পাবে, যা ২০১২ সালের পর থেকে টিএফএল এর সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি। শুধুমাত্র জোন ১ এর মধ্যে টিউবের ভাড়া ২.৪০ পাউন্ড থেকে ২.৫০ পর্যন্ত বেড়ে যাবে।

 

সিটি হল বলেছে, গত ছয় বছরে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানো হলে যে কোনো ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি হতো তা থেকে এটি উল্লেখযোগ্যভাবে কম। ২০১৬ এবং ২০২১ এর মধ্যে কোনো ভাড়া বাড়ানো হয়নি। এ বছর টিএফএলকে কেন্দ্রীয় সরকারের বেলআউটের শর্তাবলীর অধীনে দাম বাড়াতে বলা হয়েছে।

এই ভাড়া বৃদ্ধির অর্থ হল বাস এবং ট্রামের ভাড়া টিউব ভাড়ার চেয়ে বেশি বাড়বে, মুদ্রাস্ফীতির তুলনায় প্রায় তিন শতাংশ বেশি৷

 

লন্ডনের মেয়র, সাদিক খান বলেছেন: ‘পাবলিক ট্রান্সপোর্ট সকলের জন্য সাশ্রয়ী হওয়া উচিৎ, এবং আমি মেয়র হওয়ার পর থেকে সীমাহীন হপার বাস ভাড়া প্রবর্তন করে এবং ২০১৬-২০২১ পর্যন্ত সমস্ত টিএফএল ভাড়া ফ্রিজ করে এটি নিশ্চিত করার জন্য সাহসী পদক্ষেপ নিয়েছি।

 

যেহেতু টিএফএল মহামারির কারণে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, তাই লন্ডনে প্রয়োজনীয় পরিবহন পরিষেবা চালু রাখার জন্য জরুরি তহবিল চুক্তির অংশ হিসাবে সরকার কঠোর শর্ত স্থির করেছে। আমরা সরকার কর্তৃক এই অবস্থানে বাধ্য হয়েছি এবং যেভাবে এটি টিএফএলকে সঠিকভাবে অর্থায়ন করতে অস্বীকার করেছে। তবে আমি যতটা সম্ভব ভাড়া নাগালের মধ্যে রাখার জন্য আমার ক্ষমতার ভেতর সবকিছু করেছি।’

 

১৪ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

Law with N. Rahman 🕥🇬🇧 Monday, 5 September at 10 PM

অনাস্থা ভোটের মুখে বরিস জনসন

অনলাইন ডেস্ক

আলজেরিয়ায় পিটিয়ে-পুড়িয়ে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪৯ জনের মৃত্যুদণ্ড