4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মালদ্বীপ থেকে সৈন্যদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারত

মালদ্বীপ থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে ভারত সরকার। আজ রোববার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে অগ্রাধিকার দেওয়ার নীতি থেকে সরে আসার প্রচারণা চালিয়ে এবং মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের অপসারণের প্রতিশ্রুতি দিয়ে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুইজ্জু। বিজয়ের পরই দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে এক সাক্ষাতে সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সেনা প্রত্যাহারে ভারতীয় সিদ্ধান্তের বিষয়ে আজ রোববার মুইজ্জু বলেন, ‘আলোচনায় ভারত সরকার ভারতীয় সৈন্যদের অপসারণে সম্মত হয়েছে।’

জানা গেছে, ইতিপূর্বে মালদ্বীপকে কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ভারত, দুর্যোগ মোকাবিলায় সহায়তা করা ছাড়াও মালদ্বীপে একটি নৌ ডকইয়ার্ড তৈরিতেও ভারতের সহায়তা রয়েছে।

মুইজ্জুর বক্তব্যের বিষয়ে নয়াদিল্লিতে ভারতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারত ও মালদ্বীপের মধ্যে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই ভারতের সহায়তার গুরুত্ব স্বীকার করেছে। তিনি বলেন, ‘মালদ্বীপ ভারতীয় প্ল্যাটফর্মগুলোর উপযোগিতা স্বীকার করেছে। কীভাবে তাদের সচল রাখা যায়—সে বিষয়ে আলোচনা চলছে।’

এদিকে মুইজ্জুর বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে কর্মকর্তারা সাড়া দেননি।

মালদ্বীপে প্রভাব বিস্তারের ক্ষেত্রে ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। নতুন প্রেসিডেন্ট মুইজ্জুকে চীনপন্থী হিসেবে বিবেচনা করা হয়।

এম.কে
০৪ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি! সবুজ সংকেত হামাস ও ইজরায়েলের

দুবাই পুলিশের বহরে যুক্ত হতে যাচ্ছে বেন্টলি কার

ব্রিটেন সরকারকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান কেমব্রিজ সিটি কাউন্সিলের

নিউজ ডেস্ক