TV3 BANGLA
আন্তর্জাতিক

মালদ্বীপে চীনপন্থিদের বড় জয় ভারতের জন্য যে বার্তা দিচ্ছে

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) বড় ব্যবধানে জয় পেয়েছে। প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, দেশটির ৯৩ আসনের পার্লামেন্টে পিএনসির প্রার্থীরা দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়েছে। নির্বাচনে বিপুল জয় প্রেসিডেন্ট মুইজ্জুর চীনপন্থি নীতির প্রতি সমর্থন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মালদ্বীপের নির্বাচন কমিশন পার্লামেন্টের যে ৮৬টি আসনের ফল প্রকাশ করেছে তার মধ্যে পিএনসির প্রার্থীরা পেয়েছেন ৭০টি আসন। পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য এ অবস্থান যথেষ্ট।

রোববারের নির্বাচনের এই ফল ভারত মহাসাগরের দ্বীপ দেশটিকে দীর্ঘ দিনের মিত্র ভারত থেকে দূরে সরিয়ে চীনের আরও ঘনিষ্ঠ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
২২ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

ভারতের জন্য নতুন মাথাব্যাথার নাম মালদ্বীপ

‘হাসি সুন্দর বলে’ কমলাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পুতিন

মালয়েশিয়ার স্টোরে মোজায় আল্লাহর নাম, ৮৮ লাখ ডলারের মামলা