TV3 BANGLA
বাংলাদেশ

মালদ্বীপে বাংলাদেশিদের কর্মী ভিসা দেওয়া বন্ধ

নির্ধারিত জনবলের কোটা পূরণ হওয়ায় বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ সরকার। দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাইকমিশন বলেছে, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশের এক লাখ কর্মী সেখানে কাজ করতে পারে।

দেশটিতে কতজন বাংলাদেশি কর্মী আছেন, এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বলেন, ‘মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী সেখানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সেই প্রেক্ষিতে নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ আছে।’

হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের কর্মীদের কোটা বাড়ানো ও আবার ভিসা চালু করার চেষ্টা চলছে।’

কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে বৈধভাবে মালদ্বীপে যাওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ভ্রমণ ভিসা বা ফ্রি ভিসায় সেখানে গিয়ে অনেকে বিপাকে পড়েছেন। কাজের জন্য যারা যাবেন, তারা যেন বিএমইটি কার্ড নিয়ে যান।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কিছু নেই। যিনি যে কোম্পানিতে কাজের জন্য ভিসা পেয়েছেন, তাকে সেই কোম্পানিতে কাজ করত হবে। এই আইন ভঙ্গ করলে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে।

এম.কে
২৪ মে ২০২৪

আরো পড়ুন

সিন্ডিকেট ভেঙে ওমরা খরচ কমাতে বিমানের নতুন নিয়ম

অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি