5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

মাস্কের সঙ্গে প্রেমের গুঞ্জনে স্ত্রীকে ডিভোর্স দিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা

প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী তথা বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে পরকীয়া থাকার সন্দেহে তড়িঘড়ি করে স্ত্রী নিকোল শানাহানকে ডিভোর্স দিয়েছেন সার্চ ইঞ্জিন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বিশ্ব সংবাদমাধ্যম।

সের্গেইয়ের স্ত্রী নিকোল পেশায় আইনজীবী এবং ব্যবসার সঙ্গেও যুক্ত। বছর তিনেক আগে তিনি মাস্কের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বলে সামনে আসে। তার পর ২০২১ সাল থেকে সের্গেই এবং নিকোল আলাদা থাকতে শুরু করেন। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন সের্গেই। আবেদনে জানান, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না বলেই এমন সিদ্ধান্ত।

আদালতের নথির ভিত্তিতে জানা যায়, গত ২৩ মে তালাকনামায় চূড়ান্ত স্বাক্ষর করেন বিচারক। এর আগে গত বছরের জানুয়ারি মাসে নিকোলের বিরুদ্ধে তালাক চেয়ে আবেদন করেন সের্গেই ব্রিন। এতে তিন বছরের বৈবাহিক জীবনে নিকোলের অসামঞ্জস্যপূর্ণ আচরণকে দায়ী করেন তিনি।

২০১৫ সালে ইয়োগা শেখার ক্লাসে সের্গেই ও নিকোলের মধ্যে প্রথম পরিচয় হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এরপর ২০১৮ সালের ১১ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দুজন। তবে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নিকোল। বিয়ের মাত্র দুই সপ্তাহের মধ্যেই এক কন্যা সন্তানের জন্ম দেন নিকোল।

এ বছর ২৬ মে তাদের বিবাহবিচ্ছেদে সিলমোহর পড়ে। এতদিন বিষয়টি গোপনই ছিল। সের্গেই ও নিকোলের চার বছরের এক কন্যা রয়েছে। দুজনেই মেয়েকে বড় করে তোলায় সমানভাবে দায়-দায়িত্ব পালন করবেন। সপ্তাহ এবং মাসের নিরিখে ভাগ করে সময় কাটাবেন মেয়ের সঙ্গে।

এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৩

 

আরো পড়ুন

আফ্রিকায় প্রভাব বিস্তারে চীনের প্রতিদ্বন্দ্বী তুরস্ক

অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, বিদেশিদের সুযোগ কমছে

রাসমুসেন রিপোর্টসের জরিপ, যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা