-0.9 C
London
January 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

মিসবাহ উদ্দিন সিরাজের অ’প’হরণের তথ্য লুকাতে গৃহবধূকে ধ’র্ষ’ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আদালতের সাবেক সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের অপহরণের তথ্য লুকাতে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ।

১৩ই ডিসেম্বর রাতে আওয়ামী লীগ নেতা মিসবাহ সিরাজকে অপহরণ করে নিয়ে রাখা হয়েছিল নগরীর সাগরদিঘীর পাড়ের ড্রিমসিটি আবাসিক এলাকার একটি রুমে। যেটিকে টর্চার রুম হিসেবে চিনেন এলাকার সবাই। টিনশেডের দুই রুমের বাসার এক রুমে পরিবার নিয়ে ভাড়া থাকতেন বিশ্বনাথের রহমান নগরীর বাসিন্দা দেলোয়ার হোসেন। ঘটনার সময় পাশের ঘর থেকে ঘটনা প্রত্যক্ষ করেছেন তিনি।

ঘটনার দিনে যে কক্ষে নিয়ে মিসবাহউদ্দিন সিরাজকে নিয়ে বন্দি করে রাখা হয়েছিলো সেই কক্ষে ছিল সিসিটিভি ক্যামেরা। ঘটনার পর দেলোয়ার হোসেন আগ্রহবশত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে রেখেছিলেন বলে তথ্যমতে জানা যায়। পরে যখন তার উপর হুমকি আসতে থাকে তখন তিনি স্ত্রী, সন্তানকে বাসায় রেখে বিশ্বনাথের বাড়িতে পালিয়ে যান। তবে তার কাছে সিসিটিভি’র ফুটেজ সংগ্রহ করে রেখে দেন তিনি। এই অবস্থায় দেলোয়ারকে সিসিটিভি’র ফুটেজ নিয়ে আসতে বার বার তাগাদা দিচ্ছিলো অপহরণ চক্রের অন্যতম হোতা বিশ্বনাথে সরুয়ালা গ্রামের রাজু ও তার বন্ধু মাহফুজ। রাজু ও তার বন্ধু মাহফুজের নিয়ন্ত্রণেই চলতো ড্রিমসিটি’র সব অবৈধ কার্যকলাপ বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

কিন্তু সিসিটিভি’র ফুটেজ গায়েব করতে অবশেষে রাজু ও তার বন্ধু মাহফুজ দু’জন মিলে দেলোয়ার হোসেনের স্ত্রীকে ধর্ষণ করে। আর ওই ধর্ষণের ভিডিও তারা ধারণ করে রাখে। এরপর এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সিসিটিভি’র ফুটেজ চায় ধর্ষকরা। দেলোয়ারের দেয়া তথ্যের ভিত্তিতে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ গিয়ে দুই ধর্ষককে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনাটিও প্রকাশ পায়।

সিলেটের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন- ওই গৃহবধূ ধর্ষণের ঘটনায় ঘটনাস্থল থেকে আটক করা রাজু ও মাহফুজকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও ভিডিও ধারণের মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আর নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন- দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তদন্তে ঘটনা বিস্তারিত জানা যাবে। নির্যাতিতার স্বামীর দাবি; মিসবাহউদ্দিন সিরাজকে নিয়ে ড্রিমসিটির ওই টর্চারসেলে নিয়ে রাখা হয়েছিলো। ওখানে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ করে টর্চার সেল বানানো হয়। আর সব অপকর্ম ওই ঘরে করা হয়।

উল্লেখ্য যে, মিসবাহউদ্দিন সিরাজের উপর সাতটি রাজনৈতিক মামলার কারণে তিনি পলাতক ছিলেন। ১৩ই ডিসেম্বর রাতে রাজু, মাহফুজসহ কয়েকজন মিসবাহ উদ্দিনকে নগরের ফাজিলচিস্ত এলাকার বাসার সামনের রাস্তা থেকে অপহরণ করে সাগরদিঘীরপাড়ের ওই বাসায় নিয়ে যায়। ওখানে আটকে রেখে তাকে নির্যাতন করা হয়।

উদ্ধারের পর মিসবাহ সিরাজের পা ও হাত ক্ষতবিক্ষত ছিল। তাকে উপর্যুপরি কোপানো হয়। পরে পরিবারের সদস্যা ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করেন। সাগরদিঘীরপাড়ের শ্মশান ঘাটের পাশে সড়ক থেকে মিসবাহকে রাতে ৩টার পর উদ্ধার করা হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে মিসবাহ সিরাজের পরিবার ঘটনায় থানায় কোনো মামলা করেননি।

এম.কে
০৯ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

সীমান্ত খুলে দিতে বাংলাদেশকে চাপ, বিরক্ত সরকার

নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ নভেম্বর জিরো পয়েন্টে আসার ডাক আওয়ামী লীগের