12.8 C
London
April 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মোটরওয়ে এম টুয়েন্টি ফাইভ সংষ্কার কাজের জন্য বন্ধ ঘোষণা

যুক্তরাজ্যের ন্যাশনাল হাইওয়ের এম টুয়েন্টি ফাইভের একটি অংশ কাজের কারণে বন্ধ রাখা হয়েছে। যারা গাড়ি ব্যবহার করেন তাদেরকে ঝঞ্জাট এড়াতে ট্রেন ব্যবহার করার পরামর্শ দিয়েছে জাতীয় মহাসড়ক বিভাগ।

সারের জাংশন ১০ থেকে ১১ এর মধ্যে একটি পাঁচ মাইল প্রসারিত অঞ্চলে শুক্রবার রাত ৯ টা হতে সোমবার সকাল ৬ টা অবধি সংষ্কার কাজের কারণে বন্ধ থাকবে। ১৯৮৬ সালে এম টুয়েন্টি ফাইভ চালু হবার পর এবারই প্রথমবার সমস্ত লেন দিনের সময় বন্ধ করা হল।

খবরে জানা যায়, এম টুয়েন্টি ফাইভ বন্ধ করার কারণ হল একটি ফ্লাইওভার ও সেতুর সংযোগ দেয়ার কাজ করছে কর্তৃপক্ষ। যা এম টুয়েন্টি ফাইভের জাংশন ১০ এর উন্নতি প্রকল্পের অংশ।

ন্যাশনাল হাইওয়ে অথোরিটি, লন্ডন এবং তার আশেপাশের অঞ্চলের যাত্রীদের এম টুয়েন্টি ফাইভ মোটরওয়েতে জাংশন ১০ ও ১১ এর সংষ্কার কাজের কথা চিন্তা করে ভ্রমণ পরিকল্পনা করতে পরামর্শ দিয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৬ মার্চ ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে পৌঁছেছে টিকার প্রথম চালান, মঙ্গলবার থেকে প্রয়োগ

বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণায় লন্ডনের এক ব্যক্তির কারাদণ্ড

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাড়তে যাচ্ছে ব্রডব্যান্ড সেবার মান