TV3 BANGLA
স্পোর্টস

মোমবাতির নীচে অন্ধকারঃ ক্রিকেটার নাসুমের বাবা দারোয়ানের চাকুরিতে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য নাসুম আহমেদের পিতা আক্কাস আলী জীবনযুদ্ধে টিকে থাকতে সিলেট হাউজিং এস্টেটে দারোয়ান ও ঝাড়ুদারের চাকরি করছেন। মাসিক মাত্র ৮ হাজার টাকা আয় করে কোনোরকমে সংসার চালাচ্ছেন তিনি।

আক্কাস আলী জানান, প্রায় চার বছর ধরে ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তবে বাবা হিসেবে ছেলের প্রতি কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “বাবা হয়ে ছেলের কাছে অভিযোগ করা আমার শোভা পায় না।”
অন্যদিকে, নাসুম আহমেদ দাবি করেছেন তিনি প্রতি মাসে বাবার কাছে টাকা পাঠান এবং দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে স্থানীয় সূত্র এবং পরিবারের অন্য সদস্যরা এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন।
নাসুমের চাচা লুবন মিয়া জানান, ছেলের বিয়ের পর থেকেই বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ধীরে ধীরে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার অভিযোগ, বিয়ের পর থেকেই নাসুম পরিবারের খোঁজখবর নেয় না।
গ্রামবাসীও বলেন, ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে বাবার অবদান অনস্বীকার্য। আক্কাস আলী কখনো রং মিস্ত্রির কাজ, কখনো রিকশা চালিয়ে ছেলের খরচ জুগিয়েছেন। অথচ আজ ছেলে প্রতিষ্ঠিত হলেও বাবা দারোয়ানের চাকুরি করে দিন কাটাচ্ছেন।
এ যেন সত্যিই মোমবাতির নীচে অন্ধকারের গল্প—যেখানে একজন বাবা ত্যাগের আলো জ্বালিয়ে ছেলেকে ক্রিকেটের মাঠে প্রতিষ্ঠিত করেছেন, আর নিজে থেকে গেছেন অচেনা অন্ধকারে।
সূত্রঃ যমুনা টিভি
এম.কে
০৭ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

বাফুফে নির্বাচন থেকে সরে গেলেন সালাউদ্দিন

ভারত-অষ্ট্রেলিয়া ম্যাচের সকল আলো এক বাংলাদেশীর উপর!

ভারতকে হারিয়ে মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেললেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক