6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্য পরিবেশ সংকটে পড়তে যাচ্ছে খুব দ্রুতঃ গবেষণা

যুক্তরাজ্যকে বিজ্ঞানীরা বিশেষভাবে সতর্ক করেছেন। বিজ্ঞানীদের মতে ক্রমবর্ধমান হারে সমুদ্রের লেভেল বাড়ছে,যার ফলে ব্রিটিশ উপকূলরেখার আশেপাশের অঞ্চল ২০৮০ সালের মধ্যে তলিয়ে যেতে পারে। ভবিষ্যতে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ার মূল কারণ পরিবেশগত পরিবর্তনের দিকে যথেষ্ট মনোযোগ দিতে ব্যর্থ হওয়া,যার জন্য যুক্তরাজ্যের পরিবেশ বিভাগ ও মন্ত্রীরা সমালোচনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর্কটিক বরফ গলার ফলে বাড়ছে সমুদ্রের স্তর যার ফলে যুক্তরাজ্যের প্রায় ১.৫ মিলিয়ন বাড়িঘর তলিয়ে যাবার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে যুক্তরাজ্য উচ্চ বন্যা ঝুঁকির মুখোমুখি হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ক্রমবর্ধমান সমুদ্রের স্তরগুলি হতে ব্রিটিশ উপকূলরেখা রক্ষা কর‍তে থেমস বাঁধ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে যুক্তরাজ্যের সরকার বলে জানায় সরকারের একজন মুখপাত্র। কারণ উচ্চতর জোয়ারের সাথে লড়াই করার জন্য থেমস বাঁধের আপগ্রেডের প্রয়োজন হতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞানীরা পোলার গবেষণা সম্পর্কিত পরিবেশ নিরীক্ষা কমিটি জানায়, গ্রিনহাউস গ্যাসের এফেক্টের কারণে ১৭.৫ মিমি হতে ৫২.৪ মিমি পর্যন্ত বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের স্তর বৃদ্ধি হতে পারে ২১০০ সালের মধ্যে।

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেন, পৃথিবীর দ্রুত উষ্ণায়ন কেবল সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলবে। তাই এই বিপর্যয় হতে রক্ষা পেতে সকলকে কার্বন নিঃসরণ সংকোচিত করা অতীব গুরুত্বপূর্ণ।

এম.কে
১৪ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

চীনের নতুন মানচিত্র নীতি নিয়ে অস্বস্তিতে রাশিয়া

বিশ্বব্যপী ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ!

অনলাইন ডেস্ক

First Homes scheme 🏠 বিলেতে বাড়ি কেনাবেচা