3.5 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্য মানবিক সহায়তা বন্ধের পক্ষে, যুদ্ধ বিরতিতে নয়: ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, গাজায় যুদ্ধ বিরতি হামাসের উপকার করবে। যুক্তরাজ্য ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। যুক্তরাজ্য গাজায় মানবিক ত্রাণ সহায়তা সাময়িক বন্ধের পক্ষে কিন্তু যুদ্ধ বিরতিতে নয় বলে জানান তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম।

ঋষি সুনাকের ওই মুখপাত্র বলেছেন, “বৃহৎতাকারে যুদ্ধবিরতি শুধুমাত্র হামাসের সুবিধা বয়ে আনতে সহায়ক হবে।’

মানবিক সহায়তার বিরতির বিষয়ে তিনি বলেন, ‘এটি সাময়িক বিরতি, যার অর্থ হলো সুযোগ-সুবিধা সীমিত করা। এটি কার্যকরী হাতিয়ার হতে পারে।’

এদিকে, ‘৭ অক্টোবর ইসরায়েলে হামাসে হামলা শূন্য থেকে হয়নি। ৫৬ বছর ধরে ফিলিস্তিনের জনগণ দখলদারিত্বের শিকার হয়েছে। তারা দেখেছে কীভাবে নিজেদের ভূখণ্ড গ্রাস করা হয়েছে এবং তাদের বাস্ত্যুচ্যুত করা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা লোপ পেয়েছে।’- জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এ বিষয়ে ঋষি সুনাকের মুখপাত্র বলেছেন, “অবশ্যই আমরা এ ধরণের মতের সঙ্গে একমত নই। আমরা স্পষ্টভাবে হামাসের বর্বর সন্ত্রাসী হামলার বিপক্ষে। এ হামলা ঘৃণা এবং একটি আদর্শ থেকে চালানো হয়েছে। যার কোন যৌক্তিকতা নেই।’

এম.কে
২৬ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

প্রত্যাশিত আচরণবিধিকে আবারো ‘উপহাস’ করলেন বরিস জনসন!

অনলাইন ডেস্ক

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাজা চার্লস

সম্পর্কের বিনিময়ে নারীদের কাজ পাইয়ে দিতেন বরিস জনসন!