16.1 C
London
September 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য হাউস অব লর্ডসের সদস্য পদ সরিয়ে দেয়া হয়েছে সাবেক উপ-প্রধানমন্ত্রীকে

যুক্তরাজ্যের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং সাংসদ জন প্রেসকোট সহ ছয়জনকে হাউস অফ লর্ডস থেকে সরিয়ে দেয়া হয়েছে।

জন প্রেসকোট ২০১৯ সালে হৃদরোগে আক্রান্ত হবার পর মাত্র একবারই হাউস অব লর্ডসে কথা বলেছিলেন। তার সক্রিয় উপস্থিতি কমে যাওয়ার কারণেই তাকে হাউজ অব লর্ডস থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকোটের হাউস অফ লর্ডসের সদস্য হতে সরে যাওয়া একটি রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি বলে ধরে নেওয়া হয়। যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

হাউস অব লর্ডস হতে জন প্রেসকোটের প্রাক্তন সহকর্মী জেফ্রি আর্চার এবং কনরাডকেও সরিয়ে দেয়া হয়েছে বলে জানা যায়।

হাউস অফ লর্ডস রিফর্ম অ্যাক্ট ২০১৪ এর আইন অনুযায়ী হাউস অফ লর্ডসের অধিবেশনে নিয়মিত অংশগ্রহণ না করলে সদস্য পদ হতে সরিয়ে দেয়া হয়।

হাউজ অব লর্ডসের সদস্য পদ হতে আরো যাদের সরিয়ে দেয়া হয়েছে তারা হলেন লেবার পার্টির প্রাক্তন চেয়ার এবং ব্রিস্টল এমপি ব্যারনেস জিন কর্সটন, প্রাক্তন ওল্ডহ্যাম এবং এনফিল্ড এমপি লর্ড ব্রায়ান ডেভিস, লর্ড হ্যারল্ড কালমস, ডেভিড ভার্নি, লর্ড উইলফবি ডি ব্রোক।

রেকর্ড ঘাটলে দেখা যায়, লর্ড প্রেসকোট ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে হাউস অব লর্ডসে কোনো ভোট প্রদান করেননি।

উল্লেখ্য যে, ৮৬ বছর বয়সী লর্ড প্রেসকোট ১৯৭০ সাল হতে হাল আসনের সংসদ নির্বাচিত হয়ে আসছেন। প্রাক্তন এই ট্রেড ইউনিয়ন কর্মী ১৯৯৭ সালে লেবার দলের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর টনি ব্লেয়ারের উপ-প্রধানমন্ত্রী হিসাবে ১০ বছর দায়িত্ব পালনও করেন।

সূত্রঃ আইটিভি

এম.কে
১১ জুলাই ২০২৪

আরো পড়ুন

ক্রিসমাসে চরম বিপর্যয়ে ব্রিটেনের হোটেল ব্যবসা

অনলাইন ডেস্ক

লন্ডন জুড়ে গাড়ি চুরির হিড়িক!

রুয়ান্ডা যাওয়ার আতংকে শরনার্থীর আত্মহত্যার প্রস্তুতি!

অনলাইন ডেস্ক