12 C
London
December 31, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অতিরিক্ত কুয়াশা বিঘ্ন ঘটাচ্ছে বিমান যাত্রায়

ব্রিটেনের বিমানবন্দরগুলোতে ঘন কুয়াশার কারণে ফ্লাইট সমূহে বিঘ্ন ঘটছে। শনিবার হিথ্রো এবং গ্যাটউইকে অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, কারণ কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি অব্যাহত রয়েছে।

দৃষ্টিসীমা গুরুতরভাবে সীমিত করে এমন ঘন কুয়াশার কারণে হিথ্রো এবং গ্যাটউইক বিমানবন্দরে ডজনখানেক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে এবং কুয়াশা পুরো সপ্তাহান্তে অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেশের বেশিরভাগ এলাকা ঢেকে রেখেছে এবং শনিবার এর অবসানের কোনো লক্ষণ দেখা যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, কিছু এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা মাত্র ১০০ মিটারে নেমে আসতে পারে।

যুক্তরাজ্যের প্রধান বিমান চলাচল নিয়ন্ত্রণ সরবরাহকারী প্রতিষ্ঠান ন্যাটস জানিয়েছে, “ব্যাপক” কুয়াশার কারণে কিছু বিমানবন্দরে বিমান চলাচলে সীমাবদ্ধতা রয়েছে এবং কম দৃষ্টিসীমাযুক্ত এলাকাগুলোতে এই সীমাবদ্ধতা বজায় থাকবে। বিবিসি জানিয়েছে, শনিবার হিথ্রোতে ২০টি ফ্লাইট ইতিমধ্যেই বাতিল হয়েছে এবং আরও ২৯টি বিলম্বিত হয়েছে। গ্যাটউইকে ২৬টি ফ্লাইট বিলম্বিত এবং একটি বাতিল হয়েছে, যা শুক্রবারের বেশ কিছু বাতিলকৃত ফ্লাইটের পর ঘটেছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা এখনো কুয়াশার জন্য কোনো সতর্কতা জারি করেনি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আবহাওয়াবিদ লিয়াম এসলিক বলেছেন: “এটি এমন একটি সময়, যখন মানুষ দেশে ভ্রমণ করছে এবং অনেকেই রাস্তায় রয়েছে।

ইংল্যান্ডের বেশিরভাগ অংশ, বিশেষত দক্ষিণ-পূর্ব ও মধ্য ইংল্যান্ডে কুয়াশা বেশি দেখা যাচ্ছে, তবে দেশের বাকি অংশেও ঘন কুয়াশা রয়েছে। শনিবার সকালে পরিস্থিতি বেশ কুয়াশাচ্ছন্ন থাকবে এবং কিছু এলাকায় কুয়াশা পুরোপুরি পরিষ্কার হতে সময় লাগবে।”

শুক্রবার, ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে ডজনখানেক ফ্লাইট বাতিল এবং শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ওয়েস্ট সাসেক্সের গ্যাটউইক বিমানবন্দরের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে শনিবার বিমান চলাচলে সীমাবদ্ধতা রয়ে গেছে। তিনি বলেন, “দিনজুড়ে কিছু ফ্লাইট বিলম্বিত হতে পারে। লন্ডন গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ যেকোনো অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের তাদের এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ করতেও বলা হচ্ছে।”

৩৬ বছর বয়সী ইরেম বলেন, শুক্রবার কুয়াশার কারণে তার জার্মানির কোলন থেকে ম্যানচেস্টার বিমানবন্দরের ফ্লাইট ছয় ঘণ্টার বেশি বিলম্বিত হয়েছে। তিনি বিবিসিকে বলেন, “আমরা ভাগ্যবান যে উত্তর ওয়েলসে আমার স্বামীর পরিবারের সঙ্গে দেখা করার জন্য যেতে পারছি।”

ফ্লাইট-স্ট্যাটাস ওয়েবসাইট সিরিয়াম দেখিয়েছে যে, ইস্তাম্বুল থেকে গ্যাটউইকে একটি ফ্লাইট ১০ ঘণ্টা বিলম্বিত হয়েছে। ড. শামা জুনেজো “এক্স”-এ বলেছেন, “কিছু যাত্রী হোটেল পেয়েছে, আবার কিছুজন বিভ্রান্তির কারণে বিমানবন্দরে আটকা পড়েছে।”

আবহাওয়া অফিস কুয়াশায় গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৮ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বর্ণবৈষম্য রোধে যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন প্রয়োজনঃ মুসলিম নেতৃবৃন্দ

নতুন সমালোচনার জন্ম দিয়ে পদ হারাতে যাচ্ছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিন্স ফিলিপের শেষকৃত্যের অনুষ্ঠান হবে মহামারি বিধিনিষেধ মেনে