4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আবারও ধর্মঘটের ডাক দিয়েছে বর্ডার ফোর্স স্টাফ

যুক্তরাজ্যের বর্ডার ফোর্স স্টাফ আবারও ধর্মঘটের ডাক দিয়েছে। যার কারণে পিসিএস ইউনিয়ন বলেছে তারা ধারনা করে এতে যুক্তরাজ্যে ভ্রমণে আসা ভ্রমণকারীদের পাসপোর্ট চেক ব্যাহত হতে পারে । বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন তারা সম্ভাব্য বিলম্ব হ্রাস করতে নতুন পরিকল্পনা নিয়ে হোম অফিসের সাথে কাজ করে যাচ্ছেন।

হিথ্রো বিমানবন্দরে ধর্মঘট ৩১ মে হতে ২ জুন পর্যন্ত চলতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

পিসিএস (পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস) ইউনিয়নের ৫০০ এরও বেশি সদস্য এই ধর্মঘটে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে পিসিএস। ধর্মঘটের কারণ হিসাবে রুটিন ও ওভারটাইম নিয়ে বিরোধই মূল কারণ বলে জানা গিয়েছে।

গত মাসে টার্মিনাল ২,৩,৪ এবং ৫ এর কর্মীরা চার দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। ইউনিয়ন জানিয়েছে যদি সিস্টেমের পরিবর্তন না হয় তাহলে এই ধর্মঘটের ডাক সামনে আরো আসতে পারে।

ইউনিয়নের সাধারণ সম্পাদক ফ্রাঙ্ক হিথকোট বলেন, “আমরা এই বিরোধটি সমাধান করতে আগ্রহী তবে হোম অফিসকে প্রথমে আমাদের সদস্যদের সমস্যা সমাধানে টেবিলে কিছু অফার অন্তত রাখতে হবে।

যদিও হোম অফিস এর প্রতিক্রিয়ায় ইতোমধ্যে বলেছে তারা ‘আলোচনার জন্য প্রস্তুত’। হোম অফিসের এক মুখপাত্র বলেছেন, “আমরা ইউনিয়নের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়ে হতাশ কিন্তু পিসিএস ইউনিয়নের সাথে একটি প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য উন্মুক্ত রয়েছি।”

সূত্রঃ বিবিসি

এম.কে
১৮ মে ২০২৪

আরো পড়ুন

বিয়ে করবেন বরিস জনসন

নিউজ ডেস্ক

বরিস জনসন কী ‘অর্থের বিনিময়ে প্রবেশের সংস্কৃতি’ তৈরি করেছে?

ডেল্টা ভ্যারিয়েন্ট: গ্রেটার ম্যানচেস্টার ও ল্যাংকাশায়ারে ভ্রমণ সতর্কতা জারি

অনলাইন ডেস্ক