TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ইস্টার্ন এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল, দেউলিয়াত্বের পথে বিমান সংস্থা

যুক্তরাজ্যে আঞ্চলিক সেবা প্রদানকারী বিমান সংস্থা ইস্টার্ন এয়ারওয়েজ (Eastern Airways) হঠাৎ করে সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সোমবার সকালে হাই কোর্টের ইনসলভেন্সি অ্যান্ড কোম্পানিজ কোর্টে প্রশাসক নিয়োগের জন্য নোটিশ অব ইন্টেনশন টু অ্যাপয়েন্ট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর দাখিল করা হয়।
যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি (CAA) জানিয়েছে, ইস্টার্ন এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, যেসব যাত্রীদের টিকিট রয়েছে, তাদের নিজ দায়িত্বে বিকল্প ভ্রমণ পরিকল্পনা করতে হবে। এ জন্য অন্য এয়ারলাইন, ট্রেন বা কোচ অপারেটরের সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইস্টার্ন এয়ারওয়েজ যুক্তরাজ্যের বিভিন্ন আঞ্চলিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করত। এর গন্তব্যগুলোর মধ্যে ছিল অ্যাবারডিন, হামবারসাইড, লন্ডন গ্যাটউইক, নিউকুয়ে, টিসাইড ইন্টারন্যাশনাল এবং উইক। হঠাৎ করে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় এসব অঞ্চলের বহু যাত্রী বিপাকে পড়েছেন।

যাত্রী ও কর্মীদের সুবিধার জন্য সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, লন্ডন অ্যান্ড নর্থ ইস্টার্ন রেলওয়ে (LNER), স্কটরেল, ট্রান্সপেনাইন এক্সপ্রেস, এবং নর্দার্ন রেলওয়ে — এই চারটি ট্রেন কোম্পানি ২৮ ও ২৯ অক্টোবর তারিখে ইস্টার্ন এয়ারওয়েজের কর্মী ও যাত্রীদের জন্য বিনামূল্যে স্ট্যান্ডার্ড ক্লাস যাত্রার সুযোগ দেবে। এই সুবিধা নিতে যাত্রীদের কেবল বোর্ডিং পাস, ফ্লাইট কনফার্মেশন বা কর্মী আইডি দেখাতে হবে।

সিভিল এভিয়েশন অথরিটির কনজিউমার অ্যান্ড মার্কেটস ডিরেক্টর সেলিনা চাধা বলেন, “আমরা যাত্রীদের অনুরোধ করছি, তারা যেন বিমানবন্দরে না যান, কারণ ইস্টার্ন এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সর্বশেষ তথ্যের জন্য যাত্রীরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।”

সূত্রঃ এলবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে মদ্যপ অবস্থায় ক্লাস নেওয়া শিক্ষিকা চাকরি হারিয়ে আজীবন নিষিদ্ধ

চোখ হারিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ সংগীত শিল্পী এলটন জন

ক্যান্সার শনাক্তে নতুন পদ্ধতি আবিষ্কার করলেন ব্রিটিশ গবেষকরা