23.3 C
London
July 12, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ওমিক্রন রোগীদের দুই তৃতীয়াংশের আগেও করোনা হয়েছিল

যুক্তরাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের দুই তৃতীয়াংশ আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

 

আরইএসিটি (রিয়েল-টাইম অ্যাসেসমেন্ট অব কমিউনিটি ট্রান্সমিশন) নামের একটি গবেষণা দল যুক্তরাজ্যজুড়ে সহস্রাধিক স্বেচ্ছাসেবকের ওপর এ গবেষণা চালিয়ে এমন তথ্য জানায়।

 

বুধবার ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। প্রতি তিন জন কোভিড পজিটিভ অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় দুই জনের আগেও করোনা হয়েছিল, এমনটিই উঠে এসেছে এই গবেষণা থেকে।

 

তিন হাজার ৫৮২ জন ওমিক্রন আক্রান্তের কাছে জানতে চাওয়া হয়, তাদের আগেও করোনা হয়েছিল কিনা? উত্তরে দুই হাজার ৩১৫ জন (৬৪.৬ শতাংশ) ইতিবাচক উত্তর দেন। অর্থাৎ, তাদের আগেও করোনা হয়েছিল।

 

এ থেকে বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন মূলত আঘাত হানছে আনভ্যাক্সিনেটেড, এবং পূর্বে করোনা আক্রান্ত রোগীদের উপর।

 

২৬ জানুয়ারি ২০২২
সূত্র: বিবিসি

এনএইচ

আরো পড়ুন

ব্রেক্সিট: যুক্তরাজ্যে অফিস খুলবে ইউরোপের ১ হাজার প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ

বিলেতে বাড়ি কেনাবেচাঃ  যেসব কারণে মর্গেজ অ্যাপলিকেশন রিফিউজ হয়