17.1 C
London
July 27, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কর্নওয়ালে একাধিক মরদেহের গুজব অস্বীকার করল পুলিশ, হত্যাকাণ্ডে একজন অভিযুক্ত

যুক্তরাজ্যে ড্যানিয়েল কলম্যান নামে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ কর্নওয়ালের প্যারামুর বনে (Paramoor Woods) উদ্ধারের পর, ওই এলাকায় একাধিক মরদেহ পাওয়া গেছে বলে যে দাবি উঠেছিল, তা ‘সরাসরি ভুল’ বলে জানিয়েছে ডেভন ও কর্নওয়াল পুলিশ। পুলিশ নিশ্চিত করেছে, এখন পর্যন্ত কেবল কলম্যানের মরদেহই উদ্ধার করা হয়েছে এবং অন্য কোনো মরদেহের অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি।

 

৪৩ বছর বয়সী ড্যানিয়েল কলম্যানের নিখোঁজ হওয়ার পর ১ জুন পুলিশে সাধারণ ডায়েরি হয়। পরে জুলাই মাসে তার মরদেহ পাওয়া যায় কর্নওয়ালের একটি ছোট জঙ্গলে। তদন্তকারীরা ধারণা করছেন, ২ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ৩৯ বছর বয়সী জেমস ডেসবরোকে অভিযুক্ত করা হয়েছে। তাকে ৯ জুলাই গ্রেপ্তার করা হয় এবং ১০ জুলাই বডমিন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। আদালতের আদেশে তাকে হেফাজতে রাখা হয়েছে এবং আগামী ৮ আগস্ট ট্রুরো ক্রাউন কোর্টে তার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

স্থানীয় পুলিশ ও ক্রাইম কমিশনার অ্যালিসন হার্নানডেজ এক বক্তব্যে বলেন, “বনে মরদেহ পাওয়া গেছে, এখন নির্ধারণ করার চেষ্টা চলছে, সেগুলো কতগুলো এবং কারা।” এই মন্তব্য ঘিরে গুজব ছড়িয়ে পড়ে যে সেখানে একাধিক মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ জানায়, এই মন্তব্য সঠিক নয় এবং ঘটনাস্থলে কেবল একজনের মরদেহই পাওয়া গেছে।

ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট জন ব্যানক্রফট বলেন, কর্নওয়াল এলাকায় বর্তমানে তিনটি পৃথক হত্যাকাণ্ডের তদন্ত চললেও, এগুলোর মধ্যে কোনো সংযোগ পাওয়া যায়নি। তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় পুলিশ মামলার বিষয়ে বিস্তারিত কিছু বলবে না এবং সবাইকে অনুরোধ করা হয়েছে যাতে কেউ সামাজিক মাধ্যমে গুজব না ছড়ায়।

স্থানীয় পুলিশ ও ক্রাইম কমিশনার অ্যালিসন হার্নানডেজ তার মন্তব্যের জন্য পরে দুঃখ প্রকাশ করে বলেন, তিনি সব তথ্য না জেনেই মন্তব্য করেছিলেন এবং এতে জনমনে বিভ্রান্তি বা আতঙ্ক সৃষ্টি হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে
২৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

ইইউ’র আপত্তিতে কিয়ার স্টারমারের অভিবাসন চুক্তি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা

মার্সিসাইড পুলিশ সদস্যের বিকৃতকর্মে আতঙ্কিত পুলিশবাহিনী

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ক্রিসমাসের কারণে পরিবর্তন হতে পারে বেনিফিট প্রদানের তারিখ