কেমব্রিজে ট্রেইনি বাস ড্রাইভার নিয়োগ দিচ্ছে স্টেজকোচ। অভিজ্ঞতা ছাড়াই যে কেউ আবেদন করতে পারবেন। সংস্থাটি বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চালকের লাইসেন্স (PCV) অর্জনের সুযোগ করে দিচ্ছে এবং এর পাশাপাশি থাকবে লেভেল–২ অ্যাপ্রেন্টিসশিপ যোগ্যতা।
প্রশিক্ষণ চলাকালে ঘণ্টাপ্রতি £12.21 হারে বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পূর্ণকালীন ড্রাইভার হিসেবে বার্ষিক গড় আয় হবে £34,070, যা সপ্তাহে গড়ে ৪২ ঘণ্টার কাজের ভিত্তিতে নির্ধারিত। অতিরিক্ত সময়ে সোমবার থেকে শুক্রবার ঘণ্টাপ্রতি £19.50 এবং সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডেতে £23.40 হারে পারিশ্রমিক দেওয়া হবে।
স্টেজকোচ জানিয়েছে, এই পদে কর্মীদের ভোর, দুপুর ও রাতের শিফটে কাজ করতে হবে। চাকরির সঙ্গে থাকবে নানা সুবিধা, যেমন ২২ দিনের ছুটি, পেনশন, নিজ ও সঙ্গীর জন্য ফ্রি ভ্রমণ এবং বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা। এছাড়া ক্যারিয়ার অগ্রগতির সুযোগ হিসেবে ইন্সপেক্টর, কন্ট্রোলার, ইন্সট্রাক্টর বা নেতৃত্বমূলক বিভিন্ন পদে উন্নীত হওয়ার পথও খোলা থাকবে।
প্রার্থী হতে হলে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে এবং বৈধ যুক্তরাজ্যের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেখানে সর্বোচ্চ ৬টি পেনাল্টি পয়েন্ট গ্রহণযোগ্য। পাশাপাশি আবেদনকারীদের যুক্তরাজ্যে টানা অন্তত তিন বছর বসবাস করতে হবে এবং ভিসা বা লিভ টু রিমেইনের মেয়াদ থাকতে হবে অন্তত দুই বছর।
স্টেজকোচের কেমব্রিজ ডিপো থেকে বর্তমানে ১০০টি বাস পরিচালিত হচ্ছে, যেখানে প্রায় ২৫০ জন ড্রাইভার কাজ করছেন। সংস্থাটি বলছে, শুধু বাস চালানো নয়, বরং প্রতিদিনের যাত্রাকে মানুষের জন্য নিরাপদ, আরামদায়ক ও বন্ধুত্বপূর্ণ করে তোলাই হবে এই ভূমিকার আসল দায়িত্ব।
সূত্রঃ শেয়ার.গুগল
এম.কে
২১ আগস্ট ২০২৫