TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে গ্রুমিং গ্যাং তদন্তে লুইস কেইসিকে অন্তর্ভুক্ত করে ভুক্তভোগীদের জন্য নতুন প্রতিশ্রুতি স্টারমারের

ব্রিটিশ লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার এক শক্তিশালী ঘোষণা করেছেন যে, চলমান গ্রুমিং গ্যাং তদন্তকে আরও কার্যকর এবং স্বচ্ছ করার জন্য সাবেক সরকারি কর্মকর্তা লুইস কেইসিকে অন্তর্ভুক্ত করা হবে। এই পদক্ষেপটি তদন্তকে প্রভাবশালী করার পাশাপাশি ভুক্তভোগীদের কণ্ঠ সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি বহন করে।

 

ফিওনা নামের এক গ্রুমিং গ্যাং নির্যাতিতা স্টারমারের কাছে সরাসরি প্রশ্ন তুলেছেন, “যদি আমাদের মিথ্যাবাদী বলা হয়, তাহলে কথা বলার মানে কী?” স্টারমার তার উত্তর দিয়েছেন যে, গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি। তিনি নিশ্চিত করেছেন, এই তদন্ত হবে ভুক্তভোগীদের জন্য সম্পূর্ণ আলাদা, যেখানে তাদের কষ্ট আর কেউ উপেক্ষা করবে না।

ভুক্তভোগীদের ক্ষমতা ও কণ্ঠকে সুরক্ষিত রাখার জন্য স্টারমার ফিওনা ও অন্যান্য বেঁচে থাকা ভুক্তভোগীদের পুনরায় প্যানেলে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি নিশ্চিত করবে যে, তাদের অভিজ্ঞতা সরাসরি তদন্তের মধ্যে প্রতিফলিত হবে এবং অন্যায়ের ঘটনা সম্যকভাবে প্রকাশ পাবে।

তদন্তকে দুর্বল বা সীমিত করা হবে না। স্টারমার জানিয়েছেন, এটি বিশেষভাবে গ্রুমিং গ্যাং নিয়ে কেন্দ্রিত হবে এবং অপরাধীদের জাতিগত পরিচয়ও এতে অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে শুধু অপরাধের প্রকৃতি স্পষ্ট হবে না, বরং ভবিষ্যতে এমন ঘটনার প্রতিরোধ ও নীতি নির্ধারণেও সহায়ক হবে।

লুইস কেইসির অন্তর্ভুক্তি তদন্তকে আরও পেশাদারি এবং ফলপ্রসূ করার লক্ষ্য বহন করছে। স্টারমার বলেছেন, “এই তদন্তটি আর কখনও ভুক্তভোগীদের কণ্ঠনিষিদ্ধ করবে না। সত্য সামনে আসবেই, আর অন্যায়ের সময় শেষ।”

এই পদক্ষেপ ভুক্তভোগীদের জন্য নতুন আশা সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্টারমারের এই উদ্যোগ কেবল তদন্তকে শক্তিশালী করবে না, বরং সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

২ বছরের মধ্যে যুক্তরাজ্যের আকাশে ফ্লাইং ট্যাক্সি উড়তে দেখা যাবে!

যুক্তরাজ্যের নির্বাচনে প্রভাব ফেলতে পারে যে বিষয়গুলো

চাকুরি হারানোর ভয়ঃ যুক্তরাজ্যে এআই নিয়ে কর্মীদের উদ্বেগ চরমে