যুক্তরাজ্যের রাজস্ব বিভাগ এইচএমআরসি জানিয়েছে, প্রায় দুই লক্ষ পরিবার সরকার নির্ধারিত চাইল্ড বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন, যদিও তারা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। যাদের বার্ষিক আয় £৮০,০০০-এর নিচে, তাদের প্রতি সতর্কবার্তা জারি করেছে এইচএমআরসি—জানানো হয়েছে, এই সহায়তা না নেওয়া মানে প্রতি বছরে হাজার হাজার পাউন্ড হারিয়ে ফেলা।
এইচএমআরসি-এর পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে যেকোনো ব্যক্তি বা তার সঙ্গী £৬০,০০০ পর্যন্ত আয় করলেও High Income Child Benefit Charge-এর আওতায় পড়বে না। অর্থাৎ, এই সীমার মধ্যে থাকলে পূর্ণ চাইল্ড বেনিফিট নেওয়া যাবে এবং তা পেছনের তিন মাস পর্যন্ত ব্যাকডেটেড করে দাবি করা যাবে।
বর্তমানে প্রথম সন্তানের জন্য প্রতি সপ্তাহে £২৬.০৫ এবং পরবর্তী সন্তানদের জন্য £১৭.২৫ করে দেওয়া হয়। এর মানে দাঁড়ায়, একজন বাবা-মা বছরে £২,২৫১.৬০ থেকে £৩,১৪৮.৬০ পর্যন্ত পেতে পারেন, যদি তাদের দুটি বা তিনটি সন্তান থাকে। এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং ভবিষ্যতের স্টেট পেনশনের জন্য প্রয়োজনীয় ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিটও সঞ্চয় হয়।
চাইল্ড বেনিফিট পাওয়ার জন্য আবেদন করা যায় সন্তানের জন্ম নিবন্ধনের ৪৮ ঘণ্টা পর অথবা সন্তান নিজের কাছে এলে। আবেদন করতে হবে অনলাইনে, ডাকযোগে বা ফোনে। প্রয়োজন হবে শিশুর জন্ম বা দত্তক গ্রহণ সনদপত্র, অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর।
অনেকেই মনে করেন, পরিবারের সম্মিলিত আয় বিবেচনায় চাইল্ড বেনিফিট নির্ধারিত হয়, যা ভুল ধারণা। এই বেনিফিট নির্ভর করে একজন অভিভাবকের আয় কত, তার ওপর। ফলে একাধিক পরিবারের আয় কম হলেও যদি একজনের আয় £৬০,০০০-এর নিচে থাকে, তাহলে তিনিই এই সহায়তার সম্পূর্ণ অর্থ পাওয়ার অধিকার রাখেন।
এইচএমআরসি অনুরোধ করেছে, যেসব পরিবার এখনও এই বেনিফিট দাবি করেননি, তারা যেন দ্রুত চাইল্ড বেনিফিট-এর জন্য আবেদন করেন। কারণ, এই অর্থ শুধুই সহায়তা নয়, বরং সন্তান প্রতিপালনের খরচ মেটাতে একটি গুরুত্বপূর্ণ অধিকার।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
০৫ জুলাই ২০২৫