2.2 C
London
January 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ছুরিকাঘাতের ঘটনায় শিশুসহ ৮ জন আহত

যুক্তরাজ্যের সাউথপোর্টে ছুরিকাঘাতের ঘটনায় শিশুসহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। উক্ত ঘটনায় ছুরিসহ একজন হামলাকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।
তথ্যসূত্র অনুযায়ী জানা যায় সাউথপোর্টে টেলর সুইফট নামক এক নৃত্য কর্মশালার পাশে এই ঘটনা ঘটে। স্টুডিওতে খোলা ছুরি হাতে একজন ব্যক্তি এলোপাতাড়ি হামলা করলে পুলিশকে ডাকার জন্য ট্রিপল নাইনে ফোন দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পর ছুরিকাঘাতে আহত শিশু সহ আটজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সোমবার হার্টস্ট্রিটে সকাল ১১.৫০ মিনিটের দিকে পুলিশকে বিশৃঙ্খল পরিস্থিতির খবর দিলে পুলিশের পক্ষ হতে জনসাধারণকে অত্র অঞ্চল এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়।
স্থানীয় এক বাসিন্দা লিভারপুল ইকো নিউজকে জানান, স্থানীয় বাসিন্দারা একে অপরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জানালা এবং দরজা লক করার জন্য সতর্ক করেছিলেন। কারণ একজন ব্যক্তিকে খোলা ছুরি হাতে দৌড়াদৌড়ি করতে দেখে তারা ভয় পেয়ে গিয়েছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান তিনি “সাত থেকে দশটি বাচ্চা”কে ঘটনার সময় নার্সারি থেকে রাস্তার দিকে দৌড়াদৌড়ি করতে দেখেছিলেন।
এক্স -এর একটি পোস্টে, নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডাব্লুএএস) জানিয়েছে, “আমরা ঘটনাস্থলে   এয়ার অ্যাম্বুলেন্স এবং ডাক্তারসহ বিশেষায়িত সংস্থাকে ১৩ টি অ্যাম্বুলেন্স সহ দ্রুততার সাথে প্রেরণ করেছি। আহত ব্যক্তি ও শিশুদের অ্যাল্ডার হেই চিলড্রেনস হাসপাতাল, আইন্ট্রি বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং সাউথপোর্টের ফর্মবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্থানান্তর করা হয়েছে।”
হার্ট স্ট্রিটের একটি কর্ণার শপের মালিক ৩৫ বছর বয়সী প্রত্যক্ষদর্শী বেয়ার বারেথন বলেন, “ আমি নার্সারির বাইরে সাত থেকে দশটি বাচ্চা দেখেছি। তারা আহত হয়েছিল, তাদের শরীর হতে রক্তপাত হচ্ছিল। তারা নার্সারি থেকে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্নও ছিল।
সাউথপোর্টের একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক বলেন, স্থানীয়রা সাইরেনের শব্দ শুনে ধারনা করে  হার্ট স্ট্রিটে বড় কিছু ঘটেছে।
স্বরাষ্ট্রসচিব ইয়ভেট কুপার একাধিক ছুরিকাঘাতের রিপোর্টের পরে সাউথপোর্টে ভয়াবহ ঘটনায় দ্রুত ও সাহসী পদক্ষেপ নেওয়ায় জরুরি পরিষেবাগুলির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।
এক্স -এর একটি পোস্টে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার জানিয়েছেন, সাউথপোর্টে ভয়াবহ ঘটনার জন্য তিনি গভীরভাবে মর্মাহত।
প্রধানমন্ত্রী জানান, “ আমার সহমর্মিতা ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে রয়েছে। আমি পুলিশ এবং জরুরি পরিষেবাগুলিকে ধন্যবাদ জানাতে চাই। তার দ্রুততার সাথে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে এনেছে।
উল্লেখ্য যে, হার্ট রোডের ঘটনাস্থলের আশেপাশে বড় পুলিশ কর্ডন স্থাপন করা হয়েছে এবং পুলিশ অফিসাররা উভয় প্রান্তে সতর্কতার সাথে অবস্থান নিয়েছেন।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে
২৯ জুলাই ২০২৪

আরো পড়ুন

সীমান্তের বেড়া সরিয়ে নিচ্ছে স্লোভেনিয়ার নতুন সরকার!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ভিন্ন আবহে ইসলামভীতি সচেতনতা মাস উদযাপন

মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষঃ ফাইন্যান্সিয়াল টাইমস