TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ট্যাক্স না দিলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য £900 জরিমানার ঝুঁকি

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ইনফ্লুয়েন্সারদের আয় বা গিফট কর রিটার্নে ঘোষণা না করলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। ব্রিটিশ ট্যাক্স কর্তৃপক্ষ HMRC জানিয়েছে, বছরে £1,000-এর বেশি আয় হলে—তা নগদ হোক বা ব্র্যান্ডের কাছ থেকে পাওয়া পণ্যের বাজারমূল্য—সবকিছু কর রিটার্নে দেখাতে হবে। এই নিয়ম মূলত ১,০০০ থেকে ২৫,০০০ ফলোয়ার থাকা “মাইক্রো-ইনফ্লুয়েন্সারদের” ক্ষেত্রেও প্রযোজ্য।
অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী বছরের ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করলে শুরুতেই £100 জরিমানা দিতে হবে। তিন মাস পার হলে প্রতিদিন £10 করে বাড়তে থাকবে জরিমানা, যা সর্বোচ্চ £900 পর্যন্ত পৌঁছাতে পারে। ছয় মাস পর বকেয়া টাকার ৫ শতাংশ বা £300 চার্জ করা হবে, আর এক বছর পর একই হারে আবার জরিমানা ধার্য হবে।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, ব্র্যান্ড থেকে প্রাপ্ত জামাকাপড়, কসমেটিকস, ভ্রমণ, হোটেল বা খাবারও করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত। তবে £50-এর নিচের ছোট উপহার, যা প্রচারের বিনিময়ে নয়, সেগুলো করের আওতায় পড়বে না। শুধু ইনফ্লুয়েন্সার নয়, বরং ভিন্টেডের মতো অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করা কিংবা ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে £1,000-এর বেশি আয় হলে একই নিয়ম কার্যকর হবে।

এছাড়া সরকারের Making Tax Digital স্কিমের আওতায় নতুন করে আরও কঠোর নিয়ম আসছে। ২০২৬ সালের ৬ এপ্রিল থেকে বছরে কমপক্ষে £50,000 আয় থাকা স্ব-নিয়োজিত ব্যক্তি বা ভাড়ার আয়কারীদের ডিজিটাল রেকর্ড রাখতে হবে এবং প্রতি তিন মাসে একবার করে রিপোর্ট জমা দিতে হবে। এতে সফটওয়্যার, প্রশিক্ষণ ও প্রশাসনিক খরচ মিলিয়ে বছরে প্রায় £500 পর্যন্ত অতিরিক্ত ব্যয় হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সরকার বলছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য ট্যাক্স ফাঁকি রোধ করা। শুধুমাত্র ২০২১-২২ অর্থবছরেই ট্যাক্স ফাঁকির কারণে ব্রিটেন প্রায় £12.4 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

হোম অফিসের কাছে ‘বর্ণবাদী’ ভিসা রুট বাতিল করার আহ্বান

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল

অনলাইন ডেস্ক

পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক