29 C
London
August 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজের দায়ে অভিবাসীকে মাত্র £২৬ জরিমানা

ডেলিভারুতে অবৈধভাবে কাজের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া প্রথম অভিবাসীকে মাত্র £২৬ জরিমানা করেছে আদালত। ২৩ বছর বয়সী আবদুল্লাহ মেরেজ অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধের কারণে কাজের অযোগ্য থাকা সত্ত্বেও ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছিলেন।

গত ২ মে সারে’র ওয়োকিং এলাকায় কর্তৃপক্ষ তাকে আটক করে। শুনানিতে ম্যাজিস্ট্রেটরা জানান, মেরেজ ঋণগ্রস্ত এবং প্রথমবারের মতো অপরাধী হওয়ায় তাকে শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভিকটিম সারচার্জ হিসেবে ধার্য করা হয়েছে, যা একজন ডেলিভারু রাইডারের দুই ঘণ্টার মজুরির সমান। ২ সেপ্টেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করলে তাকে পুনরায় আদালতে হাজির হতে হবে।

মেরেজ কীভাবে যুক্তরাজ্যে এসেছেন বা তিনি এমন কোনো ভিসায় ছিলেন কি না যা দিয়ে কাজের অনুমতি নেই — যেমন পর্যটক বা স্বেচ্ছাসেবক ভিসা — তা প্রকাশ করা হয়নি। তবে গত ছয় মাসে ফাস্ট-ফুড ডেলিভারি রাইডার হিসেবে অবৈধভাবে কাজের অভিযোগে আদালতে হাজির হওয়া তিনি প্রথম ব্যক্তি।

দ্য সান-এর অনুসন্ধানে জানা যায়, অন্তত আরও তিনজন অভিবাসীর বিরুদ্ধে একই অভিযোগ আনা হলেও তারা আদালতে হাজির হননি। অনুসন্ধানে একাধিক অভিবাসী হোটেলে অবৈধ ডেলিভারি কাজের চক্র ফাঁস হয়েছিল।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত শুক্রবারই কর্মকর্তারা ১,৭০০ জনেরও বেশি মানুষকে থামিয়ে তল্লাশি চালিয়েছেন এবং অবৈধভাবে কাজ করার অভিযোগে ২৮০ জনকে গ্রেপ্তার করেছেন। তাদের মধ্যে ৫৩ জনের আশ্রয় আবেদন  বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৪ আগস্ট ২০২৫

আরো পড়ুন

পূর্ব লন্ডনে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত শিশুকে বাঁচালেন পথচারী নারী

‘ক্রসফায়ার’ নামক বন্দুকযুদ্ধহীন ১০০ দিন পার করলো বাংলাদেশ

যুক্তরাজ্যের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী সংস্থাকে জরিমানার বিধান রেখে আইন পাশ