3.5 C
London
January 7, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে তরুণীকে ধর্ষণ নিয়ে স্টারমারের সমালোচনা করে মাস্কের মন্তব্য

যুক্তরাজ্যের এক সাবেক স্বাস্থ্যকর্মী এলন মাস্কের সমালোচনা করে বলেছেন, তিনি কেয়ার স্টারমারকে আক্রমণ করতে একজন তরুণীর ধর্ষণ নিয়ে রাজনীতি করেছেন।

রোচডেলে তরুণী ও কিশোরীদের নির্যাতনকারীদের একটি চক্রের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিলেন সারা রোবোথাম। সারা রোবোথাম প্রমাণে নয়জন ব্যক্তির কারাদণ্ড হয়েছিল।

গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে সারা রোবোথাম বলেন, প্রযুক্তিবিদ ও ধনকুবের মাস্ক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে নির্যাতনের শিকারদের দুঃখ-দুর্দশা উপেক্ষা করেছেন।

শুক্রবার মাস্ক রাজা চার্লসকে সংসদ বিলুপ্ত করতে এবং যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছিলেন। তার এই আহ্বানের মূল কারণ এক নির্যাতনের শিকার কিশোরীর বিষয়ে পুনঃতদন্ত করতে লেবার সরকারের দাবি প্রত্যাখ্যান।

বৃহস্পতিবার মাস্ক ওল্ডহ্যামে শিশু নির্যাতনের সঙ্গে স্টারমারের ভূমিকা নিয়ে একটি বিতর্ক উসকে দেন। তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে স্টারমার “ধর্ষণকারী গ্যাং” দমন করতে ব্যর্থ হয়েছেন।

সারা রোবোথাম, যিনি ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত এনএইচএসে কাজ করার সময় শত শত অভিযোগ দাখিল করেছিলেন। তিনি আরো বলেন,“ মাস্কের এই বিষয়ে হস্তক্ষেপের উদ্দেশ্য কী? এটি খুব রাজনৈতিক মনে হয়। তিনি কেয়ার স্টারমারকে আক্রমণ করছেন, যা নির্যাতিত নারীদের দুঃখ-কষ্টের সঙ্গে সম্পর্কহীন।”

এলন মাস্ক যিনি সাবেক টুইটার ও বর্তমান এক্সের মালিক, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে শিশু নির্যাতন নিয়ে ৪০টিরও বেশি পোস্ট বা রিপোস্ট করেছেন। এর মধ্যে কিছু পোস্ট করেছেন রিফর্ম ইউকের রুপার্ট লো এবং কনজারভেটিভ পার্টির রবার্ট জেনেরিক। এছাড়াও মাস্ক টমি রবিনসনের একটি ভিডিও শেয়ার করেছেন, যিনি সম্প্রতি আদালত অবমাননার জন্য ১৮ মাসের কারাদণ্ড পেয়েছেন।

শুক্রবার মাস্ক একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি জানতে চেয়েছেন, “যুক্তরাজ্যের সুরক্ষা ও নিরাপত্তার জন্য রাজা কি সংসদ বিলুপ্ত করে সাধারণ নির্বাচনের নির্দেশ দেবেন?”

সারা রোবোথাম বলেন, “ধর্ষণকারী চক্রের উদ্দেশ্য কেবল যৌন নির্যাতন নয়, আরও কিছু আছে এর পেছনে যা খুঁজে বের করতে হবে যাতে ভবিষ্যতে এটি প্রতিরোধ করা যায়।”

রোচডেল নির্যাতনের ঘটনার প্রধান সাক্ষী পিতাও মাস্কের হস্তক্ষেপকে “অদ্ভুত” বলে অভিহিত করেছেন। তিনি বলেন তার মেয়ে, ১২ বছর বয়সে অন্তত ৫০ জন পুরুষের দ্বারা নির্যাতিত হয়েছিল।

যুক্তরাজ্য সরকারের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং মাস্কের সমালোচনাকে “ভুল এবং বিভ্রান্তিকর” বলেছেন। তবে তিনি জানান, “যদি মাস্ক সহযোগিতা করতে চান, আমরা তাকে স্বাগত জানাই।”

মাস্কের মন্তব্য ও আচরণ নিয়ে সমালোচনা হলেও, তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম শিশু নির্যাতন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ওয়েস স্ট্রিটিং।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৪ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শতাধিক অভিবাসী নিহত

মালদ্বীপে চীনপন্থিদের বড় জয় ভারতের জন্য যে বার্তা দিচ্ছে

শিশুদের বিদেশে দত্তক দেওয়া বন্ধের ঘোষণা চীনের, সিদ্ধান্তে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র