5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সরকারের তহবিল ঘোষণা

ইংল্যান্ড এবং ওয়েলসের সম্প্রদায়গুলিকে ঘৃণ্য অপরাধ এবং সন্ত্রাসী হামলার হতে সুরক্ষিত রাখতে একটি তহবিল গঠন সরকারের প্রতিশ্রুতির একটি অংশ ছিল বলে জানায় কনজারভেটিভ সরকারের একজন মুখপাত্র৷  এই সুরক্ষা তহবিল গঠনের মূল কারণ নির্দ্বিধায় এবং ভয় ছাড়াই বিভিন্ন ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় বিশ্বাসকে অনুশীলন করতে পারে।
তহবিল হতে শারীরিক প্রতিরক্ষামূলক সুরক্ষার জন্য, যেমন সিসিটিভি, অনুপ্রবেশকারী অ্যালার্ম এবং সুরক্ষিত বেড়া মসজিদ, গীর্জা, মন্দির এবং অন্যান্য উপাসনা স্থানগুলি রক্ষা করতে সহায়তা করবে বলে জানায় সরকার।
নিরাপত্তা মন্ত্রী, টম তুগেনহাত বলেছেন, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা এবং উপাসনার স্বাধীনতা মৌলিক অধিকার। আমরা আমাদের সম্প্রদায়গুলিকে যে কোনও ধরণের বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদা প্রস্তুত এবং সমস্ত বিশ্বাস রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
খবরে জানা যায়, তহবিল হতে ফান্ডের আবেদনের জন্য আবেদনকারীদের ঘৃণ্য অপরাধের অভিজ্ঞতার প্রমাণ জমা দিতে হবে। আবেদনের সময়সীমা ৮ সপ্তাহের জন্য উন্মুক্ত এবং সরকার ২০২৩ সালের নভেম্বর থেকে তহবিল হতে ফান্ড রিলিজ শুরু করবে।
২০২১/২২ সালে ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ কর্তৃক রেকর্ড করা তথ্যমতে মুসলমানদের উপর
বিদ্বেষমূলক আক্রমণ সংগঠিত হওয়ার উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। এই কারণে, ২৪.৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত ফান্ড মসজিদ এবং মুসলিম ধর্মীয়বিশ্বাসী মাদ্রাসা বা স্কুলগুলি সুরক্ষার জন্য ব্যবহৃত হবে।
‘উপাসনা স্থান সুরক্ষা তহবিল প্রকল্পের’ মাধ্যমে অন্যান্য ধর্মীয় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত উপসনালয়গুলোতে  আরো £৩.৫  মিলিয়ন পাউন্ড  বরাদ্দ রেখেছে সরকার।
ইহুদি সম্প্রদায় ইহুদি স্কুল, উপাসনালয়ের জন্য ইহুদি কমিউনিটি রক্ষামূলক সুরক্ষা অনুদান নামে একটি পৃথক প্রকল্পের মাধ্যমে অর্থায়ন অব্যাহত রাখা হয়েছে। যা এই বছরের শুরুর দিকে ১ মিলিয়ন পাউন্ড পর্যন্ত ফান্ড বৃদ্ধি করা হবে বলে সরকার নিশ্চিত করেছে।
এম.কে
২৪ জুন ২০২৩

আরো পড়ুন

মানি লন্ডারিংয়ের অভিযোগে ন্যাটওয়েস্ট ব্যাংকের বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যে আবারো তুষার ঝড়ের সতর্কতা

যুক্তরাজ্যে ধারণার চেয়েও দ্রুত বাড়ছে বেকারত্ব