5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নতুন ভিসা নীতিতে ছোট ব্যবসার শঙ্কাঃ ‘দক্ষ জনবল না পেলে রেস্তোরাঁ টিকবে না’

নতুন ভিসা নীতির প্রভাবে বিদেশি দক্ষ কর্মী নিয়োগে নির্ভরশীল ব্যবসাগুলো বিপাকে পড়বে বলে আশঙ্কা করেছেন দক্ষিণ লন্ডনের নারী উদ্যোক্তা আনিসা খান। তার মতে, সরকারের কঠোর অভিবাসন নীতিগুলো ছোট ব্যবসার জন্য “বড় আঘাত” হতে যাচ্ছে।

ওয়ালিংটনের ভারতীয়-ইতালীয় ফিউশন রেস্তোরাঁ বোম্বে পিজা–এর মালিক আনিসা খান বলেন, “আমাদের সব শেফ দক্ষিণ এশিয়া থেকে—বাংলাদেশ ও ভারত থেকে—এসেছেন। এখান থেকেই আসে খাবারের আসল স্বাদ। এলাকায় পর্যাপ্ত দক্ষ শেফ নেই, তাই বিদেশ থেকেই নিয়োগ দিতে হয়। নতুন নীতি কার্যকর হলে আমাদের মতো ছোট ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।”

তিনি বলেন, “বর্তমানে খাদ্য ও জ্বালানি খরচ লাগামছাড়া বেড়ে গেছে। এর সঙ্গে যদি দক্ষ শ্রমিক আনার পথও কঠিন হয়ে যায়, তাহলে ছোট ব্যবসাগুলোর পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে।”

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ লেবার পার্টির সম্মেলনে বলেন, যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকতে চাইলে অভিবাসীদের সমাজে অবদান রাখতে হবে। তিনি জানান, নতুন প্রস্তাব অনুযায়ী যারা স্থায়ী বসবাসের অনুমতি (ILR) চাইবেন, তাদের চাকরিতে থাকতে হবে, ন্যাশনাল ইনস্যুরেন্সে অবদান রাখতে হবে, উচ্চমানের ইংরেজি জানতে হবে এবং স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকতে হবে।

গত জুলাইয়ে সরকার নতুন আবেদনকারীদের জন্য ভিসা স্পনসরশিপের বেতনের সীমা বছরে £৪১,৭০০ নির্ধারণ করেছে। এই পরিবর্তন ইতোমধ্যেই লন্ডনের পরিবহন সংস্থা TfL-এর শতাধিক কর্মীকে ঝুঁকির মুখে ফেলেছে। লন্ডনের মেয়র সাদিক খান সরকারকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

এছাড়া সরকার পরিকল্পনা করছে স্থায়ী বসবাসের অনুমতির (ILR) জন্য অপেক্ষার সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার। হোম অফিস জানিয়েছে, বছরের শেষের দিকে এ বিষয়ে জনপরামর্শ শুরু হবে।

ইরান থেকে আসা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেহদি বলেন, “আমি ২০২৭ সালে ILR পাওয়ার কথা ছিল। এখন সরকার নিয়ম বদলাতে চাচ্ছে—এটা গোলপোস্ট সরানোর মতো। এত বছরের পরিশ্রম বৃথা যাওয়ার শঙ্কা আমাকে প্রতিনিয়ত ভয় পাইয়ে দেয়।”

প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেছেন, অভিবাসন নিয়ন্ত্রণ করা সরকারের যুক্তিসঙ্গত লক্ষ্য, এবং তিনি এমন সিদ্ধান্ত নিতে প্রস্তুত যা লেবার পার্টির জন্য অস্বস্তিকর হলেও দেশের প্রয়োজনে প্রয়োজনীয়।

সূত্রঃ বিবিসি

এম.কে
১২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

নববর্ষের আতশবাজি প্রদর্শনী এবার ট্রাফালগার স্কোয়ারে

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জালিয়াতির খবরে তোলপাড়

যুক্তরাজ্যে প্রবেশে ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম