26.3 C
London
August 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বাংলাদেশিসহ ৭ দেশের অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি

যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসের বিভিন্ন শহরে হোম অফিসের নেতৃত্বে পরিচালিত অভিবাসন অভিযানে ২১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। বার্মিংহাম, কোভেন্ট্রি ও হিয়ারফোর্ডে অবৈধভাবে কাজ করছে এমন সন্দেহে বিশেষ করে ডেলিভারি চালকদের লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন বার্মিংহামের নিউ স্ট্রিট রেলস্টেশনে দুটি পরিবর্তিত ই-বাইকে চলা ব্যক্তিকে আটক করে অভিবাসন কর্মকর্তারা। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের সামনেই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এই দুই দিনব্যাপী যৌথ অভিযানে আটকদের মধ্যে রয়েছে এরিত্রিয়া, গিনি, ইতালি, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এবং বাংলাদেশের নাগরিকরা। হোম অফিস নিশ্চিত করেছে, এদের সকলকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

হোম অফিস জানিয়েছে, এই অভিযান ছিল বিশেষভাবে গিগ ইকোনমিতে জড়িত অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ। এর আওতায় খাবার সরবরাহ, নির্মাণ সাইট, নেইল বার ও গাড়ি ধোয়ার মতো অস্থায়ী ও চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রগুলোতে নজরদারি করা হয়েছে।

ওয়েস্ট মিডল্যান্ডসে অভিবাসন কার্যক্রমের দায়িত্বে থাকা ম্যাথিউ ফস্টার বলেন, “অবৈধভাবে কাজ করলে আইনসম্মত ব্যবসাগুলোর জন্য ক্ষতি হয় এবং দুর্বল অবস্থায় থাকা মানুষরা শোষণের শিকার হন।”

তিনি আরও বলেন, “যারা অবৈধভাবে কাজ করছেন কিংবা এমন কর্মীদের নিয়োগ দিচ্ছেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

সরকারের মতে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে এই কঠোর অবস্থান সীমান্ত নিয়ন্ত্রণ নিশ্চিত করার প্রতিশ্রুতির বাস্তবায়ন। সাম্প্রতিক পরিকল্পনার অংশ হিসেবে Deliveroo, Uber Eats ও Just Eat-এর মতো বড় খাবার সরবরাহ কোম্পানিগুলোকেও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত জুনে এসব কোম্পানি সম্মত হয়, কোনো আশ্রয়প্রার্থী বা অবৈধ অভিবাসী যাতে তাদের মাধ্যমে কাজ করতে না পারে, তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সরকার জানিয়েছে, ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করা হবে এবং যাদের যুক্তরাজ্যে থাকার বৈধ অধিকার নেই, তাদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান থাকবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২০ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার জন্য ‘নিম্নমানের’ স্নাতকোত্তর কোর্স গ্রহণে বাধা দেওয়া হতে পারে

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে নতুন বাধাঃ ১০ বছর অপেক্ষার পথে ১৫ লাখ বিদেশি কর্মী

টিকটকারকে সাজা দিয়ে বিচারক বললেন, আপনার ভিডিওগুলো মজার নয়