TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ভাড়াটিয়াকে বিভ্রান্ত করার দায়ে বাড়িওয়ালাকে £১১,০০০ জরিমানা

যুক্তরাজ্যে এক তরুণ ভাড়াটিয়াকে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করার দায়ে এক বাড়িওয়ালাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

৬২ বছর বয়সী জোসেফিনা ভেলাজকেজ রেডল্যান্ডের হ্যাম্পটন রোডে বসবাস করেন। তিনি ৮ এপ্রিল ব্রিস্টল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি অভিযোগের জন্য দোষ স্বীকার করেন। পরবর্তীতে আদালত তাকে £১১,০০০ জরিমানা প্রদান করতে নির্দেশ দিয়েছে।

ব্রিস্টল সিটি কাউন্সিলের মতে, ভেলাজকেজ তার ভাড়াটিয়াদের ভাড়ার বিষয়ে শর্তাবলী সম্পর্কে ভুল তথ্য দিয়ে তাদের কাছ থেকে বেশি অর্থ আদায় করেছিলেন।

কাউন্সিলর রিচার্ড এডি বলেন, “আমরা চাই ভাড়াটিয়ারা যেন তাদের বাড়িওয়ালার সঙ্গে কোনো সমস্যা হলে আত্মবিশ্বাসের সঙ্গে তা জানাতে পারেন। আমরা যেকোনো ব্রিস্টলের বাড়িওয়ালা বা এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা পরিকল্পিতভাবে তাদের ভাড়াটিয়াদের বিভ্রান্ত করে।”

ব্রিস্টল সিটি কাউন্সিলের তদন্তে দেখা যায়, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ভেলাজকেজ দুটি ভিন্ন ভাড়াটিয়া দলের সঙ্গে এই ধরনের আচরণ করেছেন।

আদালতে বলা হয়, ভেলাজকেজ ভাড়াটিয়াদের কম পরিমাণ জমা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে পরে বেশি অর্থ আদায় করেন এবং তাদের অধিকার সম্পর্কে মিথ্যা তথ্য দেন।

ব্রিস্টল সিটি কাউন্সিল তাকে মামলার বিষয়ে জানালে, ভেলাজকেজ ভাড়াটিয়াদের মোট £৬,৯২৪ ফেরত দেন।

ডিস্ট্রিক্ট জজ ম্যাথিউস তাকে ব্রিস্টল সিটি কাউন্সিলের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেন এবং উল্লেখ করেন, তরুণ শিক্ষার্থীরা স্বল্প সময়ে বাসস্থান নিশ্চিত করার চাপে সহজেই প্রতারণার শিকার হতে পারেন। তাই ভাড়াটিয়ারা যেন প্রতারিত না হয় সেদিকে সকলের নজর রাখা উচিত।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৬ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে মাংকিপক্সের কেস দ্বিগুণ, ইউরোপ জুড়ে সতর্কতা

যুক্তরাজ্যের আবহাওয়া: ক্রিসমাসে কনকনে ঠাণ্ডা ও তুষারপাতের পূর্বাভাস

যুক্তরাজ্যে ছুরিকাঘাতের ঘটনায় শিশুসহ ৮ জন আহত