যুক্তরাজ্যে হোম অফিস রুয়ান্ডা নীতিমালার আওতায় অগ্রহণযোগ্য সকল আবেদনের নতুন প্রক্রিয়াকরণের ঘোষণা দিয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে অগ্রহণযোগ্য সকল পদক্ষেপ বাতিলের ঘোষণা দেয়া হবে এবং নতুনভাবে সকল আবেদন পাবে পূর্ণাঙ্গ আশ্রয়লাভের সিদ্ধান্ত।
আজ প্রকাশিত হোম অফিসের সংক্ষিপ্ত নতুন নির্দেশিকায় সরকার রুয়ান্ডার সাথে অভিবাসন ও অর্থনৈতিক উন্নয়ন অংশীদারিত্ব (MEDP) সম্পর্কিত অগ্রহণযোগ্যতার পদক্ষেপ বাতিলের ঘোষণা দিয়েছে।
এই সিদ্ধান্তটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ১ জানুয়ারি ২০২২ অথবা এর পরে যুক্তরাজ্যে পৌঁছেছেন এবং ২৯ জুন ২০২৩-এর আগে MEDP-এর অধীনে রুয়ান্ডায় পাঠানোর সম্ভাব্যতার বিষয়ে অবহিত হয়েছিলেন। ২০২৪ সালের এপ্রিলের একটি মূল্যায়নে হোম অফিস জানিয়েছে রুয়ান্ডা নীতিগতভাবে ৫,৭০০ আশ্রয়প্রার্থীকে গ্রহণ করতে সম্মত হয়েছে। এখন হোম অফিস প্রতিশ্রুতি দিয়েছে, তাদের সকল আশ্রয় আবেদন মৌলিকভাবে মূল্যায়ন করা হবে।
২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া MEDP-এর উদ্দেশ্য ছিল নির্দিষ্ট কিছু আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় স্থানান্তর করে সেখানে তাদের আবেদন প্রক্রিয়াকরণ করা। তবে এই নীতি গুরুতর আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। ২০২৩ সালের নভেম্বরে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট রুয়ান্ডা পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে। তাছাড়া রুয়ান্ডায় স্থানান্তরিত আশ্রয়প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানায় সুপ্রিম কোর্ট।
ক্ষমতায় আসার পর লেবার সরকার আনুষ্ঠানিকভাবে রুয়ান্ডা নীতিকে বাতিল করে, এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ২০২৪ সালের জুলাইয়ে ঘোষণা করেন যে এই প্রকল্প “শুরু হওয়ার আগেই মৃত ও কবরস্থ হয়ে গেছে”। স্টারমার রুয়ান্ডা নীতিকে এক ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেন এবং বলেন এটি অনিয়মিত অভিবাসন প্রতিরোধে কখনোই কার্যকর ছিল না।
হোম সেক্রেটারি ইভেট কুপার কনজারভেটিভ সরকারের এই প্রকল্পে ব্যয়ের সমালোচনা করেন এবং প্রকাশ করেন যে এতে ৭০০ মিলিয়নেরও বেশি পাউন্ড ব্যয় হয়েছে, যার মধ্যে ২৯০ মিলিয়ন রুয়ান্ডা সরকারকে প্রদান করা হয়েছে। MEDP-এর আওতায় মাত্র চারজন স্বেচ্ছায় রুয়ান্ডায় গিয়েছিলেন। কুপার একে ব্রিটিশ করদাতাদের জন্য “ভয়াবহ অর্থ অপচয়” বলে অভিহিত করেন।
আজকের নতুন হোম অফিস নির্দেশিকায় বলা হয়েছে:
“রুয়ান্ডা নীতিমালার আওতায় আশ্রয় আবেদনগুলোর উপর নেয়া হোম অফিসের অগ্রহণযোগ্যতার পদক্ষেপ বাতিল করা হয়েছে এবং আশ্রয় আবেদনগুলোর গুণগত মান বিচার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার। যাদের ১ জানুয়ারি ২০২২ বা পরে যুক্তরাজ্যে আগমন ঘটে এবং ২৯ জুন ২০২৩-এর পূর্বে রুয়ান্ডায় স্থানান্তরের সম্ভাব্যতা সম্পর্কে নোটিশ প্রদান করা হয়েছিল তাদের ক্ষেত্রে এই বিষয়ে বিবেচনা করা হবে।”
হোম অফিস নিশ্চিত করেছে রুয়ান্ডা নীতি নিয়ে কাজ চলমান এবং সব আবেদনের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। যদিও একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়, তবুও ধারণা করা হচ্ছে যে চলতি বছরের শেষ নাগাদ সকল কার্যকরযোগ্য আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে।
সূত্রঃ ইলেক্ট্রনিক ইমিগ্রেশন নেটওয়ার্ক
এম.কে
০৯ এপ্রিল ২০২৫