TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে শুক্রবার খারাপ আবহাওয়া জন্য রেড এলার্ট জারি

যুক্তরাজ্য আবহাওয়া পূর্বাভাসে ২৪ জানুয়ারি ২০২৫-এর জন্য রেড এলার্ট জারি করা হয়েছে।

ঝড় এওয়েইনের কারণে ৮০ থেকে ৯০ মাইল প্রতি ঘণ্টা গতির প্রবল বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া সতর্কবার্তায়। যা সারা দিন বিপজ্জনক পরিস্থিতি এবং উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Met Office issues rare RED warning as Storm Eowyn set to bring 100mph gales  and unleash travel HELL within hours - as pet owners are warned to tie down  their dogs |
স্কটল্যান্ডের ফাইফ কাউন্সিলের সব স্কুল এবং নার্সারি শুক্রবার, ২৪ জানুয়ারি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
স্কুলগুলো সরাসরি পরিবারগুলোর সাথে যোগাযোগ করে জানাবে কী ধরনের দূরশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী সোমবার হতে স্কুল পুনরায় চালু করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

তাছাড়া শুক্রবার, ২৪ জানুয়ারি কোনো বর্জ্য সংগ্রহ করা হবে না। এর পরিবর্তে, শনিবার, ২৫ জানুয়ারি সকাল ৭টা থেকে বর্জ্য সংগ্রহ শুরু হবে এবং শুক্রবারের বাতিল হওয়া বর্জ্য সংগ্রহের কাজ সপ্তাহান্তে সম্পন্ন করার চেষ্টা করা হবে। ঘোষণা করা হয়েছে যদি রবিবার বিকেল ৫টার মধ্যে বর্জ্য পরিষেবা সম্পন্ন না হয়, তাহলে বর্জ্যপাত্র বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। পরবর্তী সংগ্রহের দিন বর্জ্য পাত্র পূণরায় বের করার জন্যও অনুরোধ করা হয়েছে।

শুক্রবার, ২৪ জানুয়ারি ফাইফ কাউন্সিল জুড়ে কোনো বর্জ্য সংগ্রহ করা হবে না।

তাছাড়া শুক্রবার, ২৪ জানুয়ারি ফাইফ কাউন্সিলের সব শেষকৃত্য পরিষেবা বাতিল করা হয়েছে। ফাইফ কাস্টমার সার্ভিস সেন্টারগুলো বন্ধ থাকবে এবং কোনো নিবন্ধন সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না। কমিউনিটি সেন্টারগুলোও বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা, যেমন খাবার সরবরাহ এবং বাড়িতে জরুরি স্বাস্থ্যসেবা ও কেয়ার ওয়ার্কার সার্ভিস চালু থাকবে।

ফাইফ কাউন্সিলের প্রধান নির্বাহী কেন গুরলে বলেছেন,
“এই স্তরের সতর্কতা গুরুতর এবং তুলনামূলকভাবে বিরল। আগামীকাল স্কুল সময় জুড়ে অত্যন্ত প্রতিকূল আবহাওয়া বিরাজ করবে। তাই আমরা ফাইফের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা করা সম্ভব তা করছি এবং আগামীকালও  ঝুঁকিপূর্ণদের সুরক্ষার জন্য কাজ চালিয়ে যাওয়া হবে।”

সূত্রঃ ফাইফ কাউন্সিল

এম.কে
২৪ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

শামীমা বেগমের বৃটিশ নাগরিকত্ব মামলার আপিল খারিজের সিদ্ধান্তে ক্ষোভের জন্ম দিয়েছে।

অভিবাসনবান্ধব নয় ব্রিটেনের পরিবেশ!

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সক্রিয় টোরি এমপি