TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সংগীত উৎসবে গুলিতে কিশোর নিহতঃ হত্যাকারীর সন্ধানে £২০,০০০ পুরস্কার ঘোষণা

পশ্চিম লন্ডনের ল্যাডব্রোক গ্রোভ এলাকার একটি ব্যস্ত পার্কে সংগীত উৎসব চলাকালে গুলিতে নিহত হয় ১৫ বছর বয়সী কিশোর রেনি গ্রাহাম। এই নির্মম হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর, তথ্য প্রদানকারীর জন্য £২০,০০০ পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইমস্টপার্স।

২০২৪ সালের ২১ জুলাই, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এম্সলি হর্নিম্যানস প্লেজেন্স পার্কে শতাধিক মানুষের ভিড়ের মধ্যে ঘটে যায় এই হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন সন্দেহভাজন ব্যক্তি শিশুপার্কের প্রবেশদ্বার দিয়ে ঢুকে ঠাণ্ডা মাথায় রেনির বুকে গুলি চালায়। রেনি ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পর ওই ব্যক্তি আরেকজনকে লক্ষ করে গুলি ছোড়ার চেষ্টা করে এবং তারপর পালিয়ে যায়। পার্কে তখন ছোট শিশু থেকে শুরু করে শতাধিক মানুষ উপস্থিত ছিল।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে এবং একজন ২০ বছর বয়সী তরুণকে সতর্কভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা ইতোমধ্যে শত শত ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বহু প্রত্যক্ষদর্শীর বয়ান গ্রহণ করেছে।

তদন্তকারী গোয়েন্দা প্রধান ইনস্পেক্টর অ্যালিসন ফক্সওয়েল বলেন, “রেনিকে যেভাবে দিনের আলোতে এত মানুষের সামনে হত্যা করা হয়েছে, তা কল্পনাতীত। আমরা জানি এই এলাকার কেউ না কেউ হত্যাকারীর নাম জানেন। এখনই সময় সামনে আসার।”

রেনির পরিবার এখনও মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় আছে এবং তদন্তকারী দল তাদের পাশে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ক্রাইমস্টপার্স লন্ডনের আঞ্চলিক ব্যবস্থাপক অ্যালেক্সা লুকাস বলেন, “মাত্র ১৫ বছর বয়সী এক ছেলেকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। যারা কিছু জানেন, দয়া করে ন্যায়বিচারের জন্য এগিয়ে আসুন। আপনার তথ্যই হতে পারে বিচারের চাবিকাঠি।”

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
২০ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

করোনার ট্যাবলেট অনুমোদন দিলো যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ভিন্ন নামে যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট কিনেছেন নেতানিয়াহুর পুত্র, কর ফাঁকির অভিযোগ